ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

দু’একদিনের মধ্যে সাগরে নিম্নচাপ সৃষ্টি হতে পারে

প্রকাশিত: ১১:০১, ২৫ এপ্রিল ২০১৯

দু’একদিনের মধ্যে সাগরে নিম্নচাপ সৃষ্টি হতে পারে

স্টাফ রিপোর্টার ॥ এপ্রিলের শেষে ঘূর্ণিঝড়ের আশঙ্কা করছে আবহাওয়া অধিদফতর। তারা জানায়, আগামী দু’একদিনের মধ্যেই সাগরে নিম্নচাপ সৃষ্টি হতে পারে। নিম্নচাপ পরে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। এছাড়াও আগামী ২৭ এপ্রিল পর্যন্ত দেশে মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। এর পর দেশে উত্তর এবং পূর্বাঞ্চলের বিভিন্ন এলাকায় বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। তারা জানায়, মে মাসের দ্বিতীয় সপ্তাহনাগাদ গরমের মাত্রা আরও বাড়তে পারে। গত কয়েকদিন ধরে দেশের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বইছে। এ কারণে গরমের অনভূতিও বাড়ছে। আবহাওয়া অফিস জানিয়েছে, বুধবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা সীতাকু-ে ৩৭.৮ ডিগ্রী সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। আবহাওয়াবিদ রুহুল কুদ্দুস বলেন, আগামী ২৭ এপ্রিল পর্যন্ত আবহাওয়ার এই অবস্থা বিরাজ করবে। এরপর বিভিন্ন স্থানে বৃষ্টি হতে পারে। এছাড়া তিনি বলেন, এ মাসে সাগরে একটি নিম্নচাপ হতে পারে। নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড় হতে পারে। এদিকে হাঁসফাঁস গরমে অতিষ্ঠ জনজীবন। দিনের বেলায় বাইরে বের হওয়া মানুষের ভোগান্তির শেষ নেই। ঠা ঠা রোদ এবং গরমে ঘেমে-নেয়ে জেরবার হচ্ছেন মানুষ। ঘরে বসবাস করাও দায় হয়ে পড়ছে। তবে আবহাওয়াবিদ রুহুল কুদ্দুস বলেন, এই সময়ে যে গরমের অনুভূতি তা অনেকটা স্বাভাবিক। কারণ দিনের বেলায় তাপমাত্রা বাড়লে রাতে অনেকটাই কমে আসছে। ফলে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রার ব্যবধান অনেক। তিনি জানান, সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রার ব্যবধার কমলে তখন গরম আরও বেড়ে যাবে। বিশেষ করে মে মাসের প্রথমার্ধে গরম বাড়তে পারে। আবহাওয়া অফিস জানিয়েছে, বুধবার সীতাকু-ে দেশের সর্বোচ্চ ৩৭.৮ ডিগ্রী সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এদিন রাজধানীর সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৬.৭ ডিগ্রী সেলসিয়াস। দেশে সর্বনিম্ন তাপমাত্রা ১৯.৫ ডিগ্রী সেলসিয়াস তেঁতুলিয়ায় রেকর্ড করা হয়েছে। ঢাকা ফরিদপুর, মাদারীপুর, রাজশাহী, পাবনা, সৈয়দপুর অঞ্চলসহ চট্টগ্রাম, বরিশাল খুলনা ও সিলেট বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এই তাপপ্রবাহ অব্যাহত থাকবে। সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।
×