ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

রাজশাহী-ঢাকা রেলরুটে ‘বনলতা এক্সপ্রেস’ যাত্রা শুরু করছে আজ

প্রকাশিত: ১০:০৫, ২৫ এপ্রিল ২০১৯

রাজশাহী-ঢাকা রেলরুটে ‘বনলতা এক্সপ্রেস’ যাত্রা শুরু করছে আজ

মামুন-অর-রশিদ, রাজশাহী ॥ রাজশাহীবাসীর দীর্ঘদিনের দাবির পর অবশেষে আজ বৃহস্পতিবার থেকে রাজশাহী-ঢাকা রুটে যাত্রা শুরু করতে যাচ্ছে একমাত্র বিরতিহীন অত্যাধুনিক সুবিধা সংবলিত ‘বনলতা এক্সপ্রেস’। আজ সকাল ১০টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাজশাহী-ঢাকা রুটের বিরতিহীন এ ট্রেনটির আনুষ্ঠনিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রথম দিন ট্রেনটিতে ভ্রমণে কোন টিকেট লাগবে না বলে জানিয়েছেন রেল কর্তৃপক্ষ। ইতোমধ্যে রাজশাহী রেলওয়ে স্টেশনে এসেছে বনলতা। মঙ্গলবার রাতে রাজশাহীবাসীর প্রত্যাশিত বনলতা এক্সপ্রেস ট্রেনটি রাজশাহী স্টেশনে পৌঁছে। বুধবার সকালে স্টেশনে অনেকেই এই ট্রেনের ছবি তুলতে দেখা গেছে। উদ্বোধনের জন্য ফুল, ফিতা দিয়ে সাজানো হচ্ছে পুরো ট্রেনটি। রাজশাহী পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপক (জিএম) খোন্দকার শহিদুল ইসলাম জানান, উদ্বোধনের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সে ট্রেনটি উদ্বোধন করবেন। উদ্বোধনী অনুষ্ঠানে রাজশাহীতে থাকবেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। এছাড়া রাজশাহীর বিশিষ্টজনদের আমন্ত্রণ জানানো হয়েছে। পশ্চিমাঞ্চল রেল সূত্র জানায়, বনলতায় থাকছে ইন্দোনেশিয়া থেকে আমদানি করা ১২টি নতুন বগি। এর মধ্যে শোভন চেয়ারের বগি ৭টি, যার আসন সংখ্যা ৬৬৪টি। এসি বগি ২টি, আসন সংখ্যা ১৬০টি। একটি পাওয়ার কার’র আসন সংখ্যা ১৬টি। দুটি গার্ডব্রেকের আসন সংখ্যা ১০৮টি। ট্রেনটিতে থাকছে একটি খাওয়ার বগি। মোট আসন সংখ্যা ৯৪৮টি। বনলতা এক্সপ্রেসের বগি নতুন হলেও ইঞ্জিন পুরাতন। ২০১৩ সালে ভারত থেকে আমদানি করা দুটি ইঞ্জিন দিয়ে চলাচল করবে ট্রেনটি। ঘণ্টায় ট্রেনটির সর্বোচ্চ গতিবেগ ৯০ থেকে ৯৫ কিলোমিটার বেগে চলাচল করবে বলে জানিয়েছেন রেলওয়ে কর্র্তৃপক্ষ। রাজশাহী-ঢাকা একমাত্র বিরতিহীন ট্রেনটির যাত্রা শুরুর খবরে এখন অনেকটা উদ্বেলিত রাজশাহীবাসী। রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামাত খান বলেন, দীর্ঘদিন ধরে রাজশাহীবাসী একটি বিরতিহীন ট্রেনের জন্য আন্দোলন করে আসছিলেন। রাজশাহী-ঢাকা তিন জোড়া ট্রেন চলাচল করলেও বিভিন্ন স্টেশনে থামার কারণে টানা ৬ থেকে ৭ ঘণ্টা সময় লাগত। এখনও সে ট্রেনগুলো চলাচল করছে। এর মধ্যে বিরতিহীন ট্রেন চালুর মধ্য দিয়ে রাজশাহীবাসীর দীর্ঘদিনের একটি দাবি ও স্বপ্ন পূরণ হলো। প্রসঙ্গত, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই এ রুটের বিরতিহীন ট্রেনের নামকরণ করেন ‘বনলতা’। এ ট্রেনটি চালু হলে রাজশাহী-ঢাকা ট্রেন চলাচল আরও সুগম হবে। অল্প সময়ের মধ্যে রাজশাহী থেকে ঢাকা পৌঁছানো সম্ভব হবে। এদিকে এ রুটে দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে সরাসরি বিরতিহীন ট্রেনটি উদ্বোধনের প্রাক্কালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন ও সদর আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা। পৃথক বিবৃতিতে তারা এ কৃতজ্ঞতা প্রকাশ করেন মেয়র। মেয়র খায়রুজ্জামান লিটন বলেন, তার নির্বাচনী প্রতিশ্রুতিগুলোর মধ্যে অন্যতম ছিল রাজশাহী-ঢাকা বিরতিহীন ট্রেন চালুকরণ। নির্বাচনের পূর্বে তিনি ঘোষণা দিয়েছিলেন, বিজয়ী হলে ছয় মাসের মধ্যেই রাজশাহী-ঢাকা বিরতিহীন ট্রেন চালু করবেন। বিপুল ভোটে জয়ের পর থেকেই নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ শুরু করেন মেয়র। এরই ধারাবাহিকতায় রাজশাহী-ঢাকা বিরতিহীন ট্রেন চালু হতে যাচ্ছে।
×