ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ইউনাইটেড ফাইন্যান্সের লভ্যাংশে খুশি নন বিনিয়োগকারীরা

প্রকাশিত: ০৯:৩৫, ২৫ এপ্রিল ২০১৯

ইউনাইটেড ফাইন্যান্সের লভ্যাংশে খুশি নন বিনিয়োগকারীরা

অর্থনৈতিক রিপোর্টার ॥ শেয়ারবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানিগুলোর মধ্যে একটি অন্যতম মাল্টিন্যাশনাল কোম্পানি হওয়া সত্ত্বেও ইউনাইটেড ফাইন্যান্স শেষ অর্থবছরে যে লভ্যাংশ দিয়েছে, তাতে নারাজ হয়েছেন শেয়ারহোল্ডাররা। বুধবার রাজধানীর ইস্কাটনে লেডিস ক্লাবে কোম্পানিটির ৩০তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) এমন অভিযোগ করেন কোম্পানির শেয়ারহোল্ডাররা। শেয়ারহোল্ডাররা বলেন, এর আগের অর্থবছর কোম্পানি ১৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছিল। এবার ঘোষণা করা হয়েছে ১০ শতাংশ, যা আগের তুলনায় ৫ শতাংশ কম। এভাবে চলতে থাকলে সামনে তো নো ডিভিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকছে। একটি ভাল কোম্পানির কাছ থেকে শেয়ারহোল্ডাররা এর থেকেও ভাল লভ্যাংশ প্রত্যাশা করে। সভায় শেয়ারহোল্ডাররা ২ ধরনের প্রত্যাশার কথা জানান। তারা বলেন, আমাদের প্রথম প্রত্যাশা কোম্পানির ক্যাপিটাল গেইন। আর দ্বিতীয় প্রত্যাশা লভ্যাংশ। সেই ক্ষেত্রে যদি একটা পূরণ হয় অর্থাৎ কোম্পানির গেইন হয় অথচ লভ্যাংশ না পাই, সেটা হতাশাজনক। এছাড়া লিগ্যাল ছাড়াও অন্যান্য ব্যয় বৃদ্ধি পাওয়ার সভায় উপস্থিত শেয়ারহোল্ডাররা উদ্বেগ প্রকাশ করেছে। কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ এহসান কাদেরকে ব্যবসায়িক চিন্তা ভাবনায় আরও পারদর্শিকতার পরিচয় দিতে অনুরোধ জানান শেয়ারহোল্ডাররা। তারা বলেন, পরিচালক হিসেবে আপনি যথেষ্ট সচ্ছ। কোম্পানি কিভাবে আরও লাভবান হতে পারবে সে ব্যাপারে একটু নজর বাড়ান। সভায় উপস্থিত সৈয়দ এহসান কাদের বলেন, ইউনাইটেড ফাইন্যান্স গ্রোয়িং কোম্পানি। ধীরে ধীরে এটি শক্তিশালী অবস্থানে যাচ্ছে। পর্যায়ক্রমে কোম্পানিটির পরিশোধিত মূলধন বাড়ানো হচ্ছে। এতে শেয়ারহোল্ডারদের ওপর চাপ পড়ছে না। যদি হঠাৎ কেন্দ্রীয় ব্যাংক থেকে বলা হয় পরিশোধিত মূলধন বাড়ানোর জন্য তাহলে তাতে সমস্যায় পড়বে না কোম্পানিটি। লভ্যাংশ আগের বছরের চেয়ে গত বছর কম দেয়ার বিষয়ে তিনি বলেন, আমাদের কোম্পানিতে বেশির ভাগই দীর্ঘ মেয়াদে বিনিয়োগ করছেন বিনিয়োগকারীরা। আর লভ্যাংশ এক বছর সামান্য কম হলেও দীর্ঘ মেয়াদের বিনিয়োগকারীদের জন্য তা ভাল মুনাফা বয়ে আনছে। তিনি আরও বলেন, কোম্পানির বিভিন্ন খাতে ব্যয় বাড়ছে। কিন্তু এটা ভালর জন্যই হচ্ছে। সামনে এর ফল পাওয়া যাবে। এরই মধ্যে রাইট অফ হওয়া ঋণ আদায় করা হয়েছে।
×