ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

প্রধানমন্ত্রীর সঙ্গে স্টেকহোল্ডার বৈঠকের দাবি

শেয়ারবাজারে অব্যাহত দরপতন

প্রকাশিত: ০৯:৩৪, ২৫ এপ্রিল ২০১৯

শেয়ারবাজারে অব্যাহত দরপতন

অর্থনৈতিক রিপোর্টার ॥ দরপতন অব্যাহত রয়েছে দেশের শেয়ারবাজারে। আগের কার্যদিবসের ধারাবাহিকতায় বুধবারও প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সবক’টি সূচকের পতন হয়ছে। এদিকে শেয়ারবাজারকে স্থিতিশীল করার জন্য স্টেকহোল্ডারদের সঙ্গে প্রধানমন্ত্রীর সরাসরি বৈঠকের দাবি জানিয়েছে বিনিয়োগকারীরা। এর মাধ্যমে বাজারের প্রকৃত অবস্থা সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবগত করতে চান তারা। বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সামনে বিক্ষোভে বিনিয়োগকারীরা এ দাবি জানান। বিনিয়োগকারীরা অভিযোগ করে বলেন, বাজারে বর্তমানে যে দুর্দশা চলছে এবং কেন বাজার এমন অবস্থায় রয়েছে সেগুলো প্রধানমন্ত্রীকে সঠিকভাবে জানানো হচ্ছে না। সে জন্যই তারা সরাসরি স্টেকহোল্ডারদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের দাবি জানিয়েছে। এ সময় বিনিয়োগকারীরা বলেন, গত ২২ এপ্রিল শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থার সঙ্গে অর্থমন্ত্রী যে বৈঠক করেছেন তা শেয়ারবাজারের স্বার্থে করা হয়নি। এ জন্য তারা স্টেকহোল্ডারদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক দাবি করেন। বিনিয়োগকারীরা আরও বলেন, বৈঠক নিয়ে আমাদের মধ্যে প্রত্যাশা তৈরি হয়েছিল। অর্থমন্ত্রী বাজারের উত্থানে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেবেন। কিন্তু তার কিছুই হয়নি। অন্যদিকে আগের দিনের ধারাবাহিকতায় সকালে সূচকের নি¤œমুখী প্রবণতা দিয়ে লেনদেন শুরু হয়। কিন্তু কিছু সময় পর সূচকের কিছুটা উত্থান ফিরে আসে। তবে দিনশেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের কার্যদিবসের তুলনায় ২০ পয়েন্ট কমে ৫ হাজার ২৪০ পয়েন্টে নেমে গেছে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই শরিয়াহ সূচক ৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ২১১ পয়েন্টে। আর ডিএসই-৩০ সূচক ৪ পয়েন্ট কমে ১ হাজার ৮৬৮ পয়েন্টে নেমে গেছে। ডিএসইতে টাকার অঙ্কে লেনদেন হয়েছে ৩৩২ কোটি ৮৪ লাখ টাকার। যা আগের কার্যদিবস থেকে ৩৪ কোটি ২২ লাখ টাকা বেশি। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ২৯৮ কোটি ৬২ লাখ টাকার। ডিএসইতে ৩৪৬টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে ১০৪টির শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ২০৩টির এবং দাম অপরিবর্তিত রয়েছে ৩৯টির। ডিএসইতে টাকার পরিমাণে সবচেয়ে লেনদেন হয়েছে ইউনাইটেড পাওয়ার জেনারেশনের শেয়ার। কোম্পানিটির ২৩ কোটি ৫৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ২১ কোটি ৩৮ লাখ টাকার লেনদেনে দ্বিতীয় স্থানে ন্যাশনাল টিউব এবং ১৫ কোটি ৫৭ লাখ টাকা লেনদেনে তৃতীয় স্থানে উঠে এসেছে মুন্নু সিরামিক। এছাড়া লেনদেনের শীর্ষে ১০ কোম্পানির মধ্যে রয়েছে ফরচুন সুজের, বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস, ব্র্যাক ব্যাংক, ফাইন ফুড, গ্রামীণফোন, বিবিএস ক্যাবলস এবং ডরিন পাওয়ার। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএসইএক্স ৪৫ পয়েন্ট কমে ৯ হাজার ৭০৮ পয়েন্টে দাঁড়িয়েছে। বাজারটিতে লেনদেন হয়েছে ১৩ কোটি ৬৬ লাখ টাকা।
×