ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মা-বাবার দায় বেশি;###;মোহাম্মদ হামিদুর রহমান

সমাজ ভাবনা ॥ বিষয় ॥ সন্তানের বিয়ে, অভিভাবকের দায়

প্রকাশিত: ০৯:২৭, ২৫ এপ্রিল ২০১৯

সমাজ ভাবনা ॥ বিষয় ॥ সন্তানের বিয়ে, অভিভাবকের দায়

মা-বাবার কর্মজীবনের পাশাপাশি নিরন্তর প্রচেষ্টা তার আদরের সন্তানকে নিজের মতো করে মানুষ করা। কেউ সফল আবার কেউ হতাশাগ্রস্ত। কোন কোন সন্তান মা-বাবার স্বপ্ন পূরণ করে কেউ বা মা-বাবার মুখে চুন-কালি মেখে তাদের সমাজে চলার উঁচু মাথাকে নিচু করে দেয়। সন্তান বড় হওয়ার সঙ্গে সঙ্গে মা-বাবার চিন্তা বাড়তে থাকে। কারণ তাকে প্রতিষ্ঠিত করার পাশাপাশি ভাল ঘরে বিয়ে দিতে হবে। সন্তান প্রেম করলে মা-বাবা তার প্রতি বিমুখ হয়। সন্তান যাকে ভালবাসে সে যদি নিজ সন্তানের চেয়েও বেশি যোগ্য হয় তবুও মা-বাবা মনে আঘাত পায়। সন্তান প্রেমে পড়লে রাগী মা-বাবার সন্তানরা প্রায়ই পালিয়ে বিয়ে করে। আবার আমার দেখা কোন কোন মা-বাবা প্রেমকে স্বীকৃতি দিয়ে তার সন্তানের প্রেমিককে বাসায় এনে মাঝে মধ্যেই ভাল ভাল খাবার খাওয়ান। সন্তান প্রতিষ্ঠিত হলে বিয়ের সময়ে ভাল ভাল পাত্র/পাত্রীকে উপযুক্ত মনে না করে অধিক উপযুক্ত পাত্র/পাত্রী খোঁজে সন্তানের মা-বাবারা। এতে করে সন্তানের বয়স যখন বেড়ে যায় তখন বাবা হয় কন্যা দায়গ্রস্ত পিতা। সব সন্তানরাই তার বিয়েতে আড়ম্বরপূর্ণ সামাজিক অনুষ্ঠান পছন্দ করে কিন্তু জুলুম কাম্য নয়। বর্তমানে আমাদের সমাজে বিপদগ্রস্ত সন্তানের সংখ্যা অনেক। মা-বাবাও দুশ্চিন্তায় থাকেন সব সময়। মরণব্যাধি নেশা যেন তার সন্তানকে স্পর্শ না করে। ইন্টারনেটের উন্মুক্ত খারাপ নেশা যেন তাকে গ্রাস না করে। এ জন্য আমরা অভিভাবক যারা, বিশেষ করে মা-বাবা, তারা তাদের সন্তানকে সময় দেয়া উচিত। খারাপ দিকগুলো চিহ্নিত করে পরিত্রাণের ব্যবস্থা নেয়া উচিত। মনে রাখতে হবে কোন সন্তান একদিনে নষ্ট হয় না। সন্তানকে পারিবারিক নীতি-নৈতিকতা, সামাজিক মূল্যবোধ, করণীয় বিষয়গুলো শেখাতে হবে। যার যার ধর্মের শিক্ষা দিতে হবে। মানুষের সঙ্গে বেশি বেশি মেশার মানসিকতা তৈরি করতে হবে। ওই অবস্থান থেকে শেখাতে হবে কাকে কোন পরিবেশে কি বলা উচিত এবং কি বলা উচিত নয়। কারণ একজন মা-মেয়ে এবং একজন বউ-শাশুড়ির মধ্যে অনেক পার্থক্য পরিলক্ষিত হয়। সন্তানের মনে রাখতে হবে ভাল ব্যবহারের মানুষ সর্বজন স্বীকৃত, তার মর্যাদা অনেক উপরে। বিয়েও তোমার জন্য সহজ। তোমার কর্ম মানুষ জানবেই। তখন তোমার আপন মানুষ তোমার মন্দ কাজের জন্য ঘৃণা এবং ভাল কাজের ফলস্বরূপ তোমাকে প্রশংসা করবে। যে মানুষ যত ভাল মনের অধিকারী তার জীবনসঙ্গী হোক তত ভাল মনের। তোমার বিয়ের সামাজিক অনুষ্ঠান হোক সর্বাঙ্গীন সুন্দর। তোমাকে সবাই বলুক তুমি অনেক ভাল এবং সুন্দর। মা-বাবার মুখে সব সময় হাসি থাকুক, সমাজে মাথা উঁচু করে চলুক। ধুমধাম করে মনের আনন্দে বিয়ের অনুষ্ঠান হোক। এটাই বর্তমান সমাজের সন্তানের কাছে আমার প্রত্যাশা। গৌরীপুর, ময়মনসিংহ থেকে
×