ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

নেত্রকোনায় উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত

প্রকাশিত: ০৬:১৪, ২৪ এপ্রিল ২০১৯

নেত্রকোনায় উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত

নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা ॥ বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার আজ বুধবার পূর্বধলা উপজেলার শ্যামগঞ্জ বাজারে দাতা সংস্থা ইউএসএআইডি বাস্তবায়িত কৃষি ও খাদ্য সহায়তা কর্মসূচির উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করেছেন। এ সময় রাষ্ট্রদূত মিলারের সঙ্গে ছিলেন: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. চয়ন কুমার সাহা, ড. মো. মুঞ্জুরুল আলম, পূর্বধলা উপজেলার নির্বাহী অফিসার নমিতা দে, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মোহাম্মদ শাজাহান মিয়া প্রমুখ। রাষ্ট্রদূত শ্যামগঞ্জ বাজারে ভাই ভাই ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে আবিষ্কৃত বিএইউ-এসটিআর গ্রেইন ড্রায়ার (ধান শুকানো) যন্ত্র পরিদর্শন করেন। জানা গেছে, ইউএসএআইডি’র উন্নয়ন কর্মসূচিগুলোর প্রভাব সম্পর্কে সরাসরি মানুষের ফিডব্যাক জানাই ছিল মার্কিন রাষ্ট্রদূতের এ সফরের উদ্দেশ্য। এসব কর্মসূচি কীভাবে কৃষিতে উৎপাদনশীলতা ও অর্থনৈতিক প্রবৃদ্ধি জোরদারে ভূমিকা রাখছে সে সম্পর্কে জনগণের সঙ্গে সরাসরি কথা বলেন তিনি।
×