ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

কক্সবাজারে ‘বন্দুকযুদ্ধে’ ইয়াবা কারবারি নিহত

প্রকাশিত: ২৩:৩৬, ২৪ এপ্রিল ২০১৯

কক্সবাজারে ‘বন্দুকযুদ্ধে’ ইয়াবা কারবারি  নিহত

অনলাইন ডেস্ক ॥ কক্সবাজারের টেকনাফে আটকের ৭ ঘণ্টার মাথায় ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন এক ইয়াবা কারবারি। মঙ্গলবার বিকেল সাড়ে ৫টায় আটকের পর রাত সাড়ে ১২টার দিকে তাকে নিয়ে মাদক ও অস্ত্র উদ্ধারে গেলে গোলাগুলিতে মারা যান তিনি। টেকনাফ থানা পুলিশের ওসি প্রদীপ কুমার দাশ বিষয়টি নিশ্চিত করেছেন। এ সময় ঘটনাস্থল থেকে ৬টি এলজি, ১৩ রাউন্ড কার্তুজ ও ৭ হাজার ইয়াবা জব্দ করা হয়েছে। বন্দুকযুদ্ধে এক এসআই ও এক কনস্টবল আহত হয়েছেন। নিহত দিল মোহাম্মদ দিলু (৩৬) টেকনাফ সদর ইউনিয়নের গোদারবিল এলাকার মৃত মকবুল আহমদ প্রকাশ পুতুর ছেলে। তার বিরুদ্ধে মাদকসহ ৯টি মামলা রয়েছে। ওসি প্রদীপ কুমার দাশ জানান, মঙ্গলবার বিকেল সাড়ে ৫টায় এএসআই সঞ্জীব দত্ত সঙ্গীয় ফোর্স নিয়ে ৯ মামলার পলাতক আসামি এবং তালিকাভুক্ত ইয়াবা ব্যবসায়ী দিল মোহাম্মদ দিলুকে আটক করেন। জিজ্ঞাসাবাদে দিলু জানায় গত কয়েক দিন আগের একটি ইয়াবার চালান এবং সন্ত্রাসী কাজে ব্যবহৃত অস্ত্র টেকনাফ থানাধীন সদর ইউপির মেরিন ড্রাইভ রোডের পরিত্যক্ত মাছের হ্যাচারির পেছনে জঙ্গলে লুকিয়ে রাখা হয়েছে। এসব উদ্ধারে দিলুকে নিয়ে রাত সাড়ে ১২টায় অতিরিক্ত পুলিশসহ ঘটনাস্থালে গেলে দিলুর সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি করে। তাদের ছোড়া গুলিতে এসআই বাবুল এবং কনস্টেবল (কং-৭৯১) ইব্রাহীম আহত হন। আত্মরক্ষায় পুলিশও পাল্টা গুলি ছোড়ে। উভয় পক্ষের গোলাগুলিতে দিলু গুলিবিদ্ধ হয়। ওসি আরও জানান, পরবর্তীতে ঘটনাস্থল তল্লাশি করে ৬টি এলজি বন্দুক, ১৩ রাউন্ড কার্তুজ ও ৭ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। গুলিবিদ্ধ দিলু ও আহত পুলিশ সদস্যদের হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দিলুকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠান। বুধবার ভোরে কক্সবাজার সদর হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক দিলুকে মৃত ঘোষণা করেন। আহত পুলিশ সদস্যদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। এ ঘটনায় পৃথক মামলা হচ্ছে বলে উল্লেখ করেন ওসি।
×