ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামে সোহেল হত্যা মামলার আসামি বন্দুকযুদ্ধে নিহত

প্রকাশিত: ১২:০৩, ২৪ এপ্রিল ২০১৯

চট্টগ্রামে সোহেল হত্যা মামলার আসামি বন্দুকযুদ্ধে নিহত

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রামে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন আওয়ামী লীগ নেতা মহিউদ্দিন সোহেল হত্যা মামলার অন্যতম আসামি জাবেদ। সোমবার রাত ১২টার দিকে আসামিকে গ্রেফতার করতে গেলে এ ঘটনা ঘটে। এ সময় সিএমপির ডবলমুরিং থানার ওসি সদীপ কুমার দাশ গুলিবিদ্ধ এবং আহত হয়েছেন আরও তিন পুলিশ সদস্য। জানা যায়, আওয়ামী লীগ নেতা মহিউদ্দিন সোহেল হত্যা মামলায় এজাহারভুক্ত আসামি জাবেদকে গ্রেফতার করতে রাতে পুলিশের একটি টিম অভিযান চালায়। এ সময় পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে আসামিরা। আত্মরক্ষার্থে পুলিশ গুলি চালালে তা বন্দুকযুদ্ধে রূপ নেয়। সেখানে নিহত হয় আসামি জাবেদ। ঘটনাস্থল থেকে উদ্ধার হয় কয়েকটি আগ্নেয়াস্ত্র ও গুলি। বন্দুকযুদ্ধে পুলিশের মধ্যে যারা আহত হন তারা হলেনÑ ওসি সদীপ কুমার দাশ, এসআই অর্নব বড়ুয়া, এএসআই মিঠু দাশ ও কনস্টেবল আল আমিন। ইতোমধ্যে ওসি সদীপ গুলিবিদ্ধ হন। উল্লেখ্য, গত ৭ জানুয়ারি নগরীর পাহাড়তলী বাজারে ‘গণপিটুনির’ ঘটনায় নিহত হন সাবেক ছাত্রলীগ ও স্থানীয় আওয়ামী লীগ নেতা মহিউদ্দিন সোহেল। কুমিল্লায় মাদক বিক্রেতা নিজস্ব সংবাদদাতা কুমিল্লা থেকে জানান, বিজিবির সঙ্গে বন্দুকযুদ্ধে আবদুল মালেক নামে এক মাদক বিক্রেতা নিহত হয়েছে। মঙ্গলবার ভোরে জেলার আদর্শ সদর উপজেলার ভারত সীমান্তবর্তী গোলাবাড়ি এলাকার জালুয়াপাড়া নামক স্থানে এ ঘটনা ঘটে। সে জেলার চৌদ্দগ্রাম উপজেলার নোয়াপাড়া গ্রামের আবদুল খালেকের ছেলে। কুমিল্লা-১০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আবু মোহাম্মদ মহিউদ্দিন বলেন, গোপন সূত্রে খবর পেয়ে জালুয়াপাড়া এলাকায় হাবিলদার আবদুল মান্নানের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। এ সময় মাদক বিক্রেতারা টের পেয়ে বিজিবি সদস্যদের লক্ষ্য করে গুলি ছুড়ে। এতে বিজিবিও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছুড়ে। এ সময় আবদুল মালেক (৩০) নামে এক মাদক বিক্রেতা আহত হয় এবং তার সঙ্গীয় অপর মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়। পরে আহত মাদক বিক্রেতাকে উদ্ধার করে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
×