ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

রাজবাড়ীতে সিইসির উদ্বোধন

ভোটার তালিকা নির্ভুল করার আহ্বান

প্রকাশিত: ১২:০২, ২৪ এপ্রিল ২০১৯

ভোটার তালিকা নির্ভুল করার আহ্বান

নিজস্ব সংবাদদাতা, রাজবাড়ী, ২৩ এপ্রিল ॥ প্রধান নির্বাচন কমিশনার কেএম নূরুল হুদা বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হাল নাগাদ করার সময় তথ্য কর্মকর্তাদের সঠিক তথ্য দিয়ে দেশে একটি নির্ভুল ভোটার তালিকা প্রস্তুত করতে নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি মঙ্গলবার সকালে রাজবাড়ী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দেশব্যাপী ভোটার তালিকা হাল নাগাদ কর্মসূচীর অংশ হিসেবে রাজবাড়ী সদর উপজেলার ভোটার তালিকা হালনাগাদ কর্মসুচীর উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। জেলা প্রশাসক মোঃ শওকত আলীর সভাপতিত্বে এ অনুষ্ঠানে জেলা পরিষদ চেয়ারম্যান ফকীর আব্দুল জব্বার, পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলি এবং ফরিদপুরের আঞ্চালিক নির্বাচন কর্মকর্তা বক্তব্য রাখেন। প্রধান নির্বাচন কমিশনার বলেন, সকলের সহযোগিতায় দেশে অভূতপূর্ব নির্বাচনী সমন্বয় সৃষ্টি হয়েছে। সময় হয়েছে সব কিছুর মধ্যে শৃঙ্খলা আনার। বাংলাদেশ এখন সম্ভাবনাময় একটি দেশের দুয়ারে দাঁড়িয়েছে। সততার মাধ্যমে এগিয়ে গেলে কেউ থামাতে পারবে না। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রধান নির্বাচন কমিশনার বলেন, রোহিঙ্গাদের নিয়ে জাতি অত্যন্ত সমস্যার মধ্যে রয়েছে। যখন রোহিঙ্গারা এদেশে প্রবেশ করেছে, তার পর পরই তাদের আঙ্গুলের ছাপসহ সব বায়োমেট্রিক নেয়া আছে। প্রশাশন এটি একটি ভাল কাজ করেছে। ভুল তথ্য দিয়ে কোথাও গিয়ে তাদের আর এদেশে ভোটার হবার কোন সুযোগ নেই। খুলনা স্টাফ রিপোর্টার, খুলনা অফিস থেকে জানান, খুলনা বিভাগের ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচীর উদ্বোধন অনুষ্ঠান মঙ্গলবার দুপুরে খুলনা সরকারী মহিলা কলেজ অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনার বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়া। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নির্বাচন কমিশন সচিবালয়ের যুগ্মসচিব (প্রশাসন ও অর্থ) মোঃ কামাল উদ্দিন বিশ^াস, খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার সরদার রকিবুল ইসলাম, খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মোঃ হাবিবুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (এলএ) মোঃ ইকবাল হোসেন এবং কেসিসির প্যানেল মেয়র আলী আকবার টিপু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোঃ ইউনুচ আলী। সিলেট স্টাফ রিপোর্টার সিলেট অফিস থেকে জানান, হিজড়া জনগোষ্ঠীকে তৃতীয় লিঙ্গ হিসেবে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার বেগম কবিতা খানম। চলমান জরিপে নাম অন্তর্ভুক্তির পাশাপাশি এবার মৃত ভোটারদের নাম তালিকা থেকে বাদ দিতে হবে। এক্ষেত্রে অবশ্যই মৃত্যু সনদ যাচাই করা হবে। মঙ্গলবার বেলা ১১টায় স্থানীয় সরকার সিলেট বিভাগের উপ-পরিচালক মীর মাহবুবুল আলমের সভাপতিত্বে সিলেট জেলা প্রশাসনের হল রুমে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচীর উদ্বোধনকালে এ কথা বলেন তিনি।
×