ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

রূপগঞ্জে গ্যাস বিস্ফোরণ

বাড়ির মালিকের সাত দিনের রিমান্ডের আবেদন

প্রকাশিত: ১২:০১, ২৪ এপ্রিল ২০১৯

বাড়ির মালিকের সাত দিনের রিমান্ডের আবেদন

নিজস্ব সংবাদদাতা, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ২৩ এপ্রিল ॥ রূপগঞ্জে একটি তিনতলা বিল্ডিং বাড়িতে বিকট শব্দে তিতাস গ্যাস বিস্ফোরণে হতাহতের ঘটনায় পুলিশ ও তিতাস গ্যাস কোম্পানির পক্ষ থেকে পৃথক মামলা দায়ের করা হয়েছে। বাড়ির মালিক রাবেয়া আক্তার মিলিকে আসামি করে মামলা দুটি করা হয়। ৩০৪/৩৩৮ পেনাল কোড ১৮৬০ অবৈধভাবে গ্যাস সংযোগ নিয়ে অবহেলা ও যেনতেনভাবে ব্যবহারের ফলে গ্যাস বিস্ফোরিত হয়ে মৃত্যুর ঘটনা ও গুরুতর জখমের অপরাধে পুলিশের পক্ষ থেকে মামলা দায়ের করেন রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক রোকনুজ্জামান। ১২ (১) ২০১০ সালের বাংলাদেশ গ্যাস আইন, অবৈধভাবে গ্যাসলাইন স্থাপন করে গ্যাস চুরি করার অপরাধে তিতাস গ্যাস কোম্পানির পক্ষ থেকে মামলা করেন তিতাস গ্যাস কোম্পানির আবিবি সোনারগাঁও (জোবিঅ-সোনারগাঁও) এর উপ-মহাব্যবস্থাপক প্রকৌশলী মিজবাহ উর রহমান। এর আগে, গত (২২ এপ্রিল) ভোর সোয়া ৩টার দিকে উপজেলার সাওঘাট এলাকায় তিতাস গ্যাস বিস্ফোরিত হয়ে তিন পোশাক কারখানার শ্রমিক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ছয় জন। এদিকে, দুই মামলার আসামি রাবেয়া আক্তার মিলিকে গ্রেফতারের পর ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই নাজিম উদ্দিন আহাম্মেদ বলেন, মামলাটির তদন্ত নিয়ে আমি এগুচ্ছি। হয়তো এ ঘটনাকে কেন্দ্র করে আরও কিছু তথ্য বেরিয়ে আসতে পারে। সময় সাপেক্ষে তা প্রকাশ করা হবে।
×