ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

লালদীঘিতে ঐতিহ্যবাহী জব্বারের বলীখেলা শুরু কাল

প্রকাশিত: ১১:৫০, ২৪ এপ্রিল ২০১৯

লালদীঘিতে ঐতিহ্যবাহী জব্বারের বলীখেলা শুরু কাল

মাকসুদ আহমদ, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রামে আজ থেকে শুরু হচ্ছে গ্রামীণ তৈজস মেলা। তিন দিনব্যাপী এই মেলায় ক্রেতাদের বেশিরভাগ স্থান দখল করে রাখবে নারীরা। এদিকে আগামীকাল বৃহস্পতিবার শুরু হবে ১১০তম বলীখেলার চূড়ান্ত আয়োজন। বালি দিয়ে তৈরি করা হয়েছে বলীখেলার মঞ্চ। উল্লেখ্য, চট্টগ্রামের বিশিষ্ট ব্যবসায়ী আবদুল জব্বার ১৯০৯ সালে সর্বপ্রথম এ মেলার আয়োজন করেন ঐতিহাসিক লালদীঘি মাঠে। চিরায়ত রূপসী বাংলার ঐতিহ্যবাহী সংস্কৃতি ফুটিয়ে তুলতে ১৯০৯ সাল থেকেই চলে আসছে ঐতিহ্যের অবয়বে বলীখেলা ও মেলা। পহেলা বৈশাখ উপলক্ষে অজপাড়া গাঁয়ে যেমন মেলার আয়োজন করা হয় সেই মেলা চট্টগ্রামে জব্বারের বলীখেলা উপলক্ষে জমে উঠে। শততম পেরিয়ে আরও ১০ বছর পার হবে এই আয়োজনের। চট্টগ্রামে ঐতিহ্যবাহী জব্বারের ১১০তম বলীখেলা আগামীকাল বৃহস্পতিবার। এ খেলাকে ঘিরে চট্টগ্রামে তিন দিনব্যাপী মেলার আয়োজন করা হচ্ছে ঐতিহাসিক লালদীঘি ময়দানের আশপাশের এলাকায়। দেশের অজপাড়া গাঁয়ে তৈরি হস্তশিল্পের বিশাল সমাহার হবে এ মেলায়। মেলার আয়োজনকে ঘিরে নগরীর নন্দনকানন থেকে শুরু করে কোতোয়ালি মোড় পর্যন্ত অনেকটা ক্ষুদ্র ও কুটির শিল্পের ব্যবসায়ীদের দখলে চলে গেছে রাস্তার দুধারের ফুটপাথ। ইতিহাস অনুযায়ী, লালদীঘি মাঠেই জব্বারের বলীখেলা অনুষ্ঠিত হবে। সেখানে বালি দিয়ে গড়ে তোলা হয়েছে মাটি থেকে প্রায় ৪/৫ফুট উঁচু মঞ্চ। এতেই লড়বে দেশের বরেণ্য অঞ্চল ছুটে আসা বলীয়ানরা। সাধারণ বাউট ও চ্যাম্পিয়ন বাউটে একশ’র বেশি প্রতিযোগী গত একদশক ধরে লড়ে আসছে। তিন দিনব্যাপী বৈশাখী মেলাকে ঘিরে দেশের উত্তরাঞ্চল ছাড়াও নোয়াখালী, কুমিল্লা, ফেনী, মীরসরাই, সীতাকুণ্ড, রাঙ্গামাটি, বান্দরবান, কক্সবাজার ও খাগড়াছড়ি থেকেও ক্ষুদ্র ও কুটির শিল্পের ব্যবসায়ী নগরীতে আসতে শুরু করেছেন।
×