ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

সামিট পাওয়ারের মুনাফা বেড়েছে

প্রকাশিত: ১১:৪৫, ২৪ এপ্রিল ২০১৯

সামিট পাওয়ারের মুনাফা বেড়েছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ শেয়ারবাজারে তালিকাভুক্ত সামিট পাওয়ারে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) বেড়েছে ৫ শতাংশ। আগের অর্থবছরের একই সময়ের তুলনায় চলতি অর্থবছরের ৯ মাসে (জুলাই ’১৮-মার্চ ’১৯) পর্যন্ত সময়ে এই মুনাফা বেড়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। চলতি অর্থবছরের ৯ মাসে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত মুনাফা (ইপিএস) হয়েছে ৩.৫৬ টাকা। আগের বছরের একই সময়ে ইপিএস হয়েছিল ৩.৩৯ টাকা। এ হিসাবে ইপিএস বেড়েছে ০.১৭ টাকা বা ৫ শতাংশ। এদিকে কোম্পানিটির তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ ২০১৯) শেয়ারপ্রতি সমন্বিত মুনাফা (ইপিএস) হয়েছে ১.০২ টাকা। আগের বছরের একই সময়ে ইপিএস হয়েছিল ১.০৩ টাকা। এ হিসাবে ইপিএস কমেছে ০.০১ টাকা বা ১ শতাংশ। কোম্পানিটির ২০১৯ সালের ৩১ মার্চ শেয়ারপ্রতি সমন্বিত সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩১.৬৫ টাকায়। রিলায়েন্সের বোনাস শেয়ার বিওতে জমা অর্থনৈতিক রিপোর্টার ॥ শেয়ারবাজারে তালিকাভুক্ত বীমা খাতের রিলায়েন্স ইন্স্যুরেন্সের ঘোষিত বোনাস শেয়ার শেয়ারহোল্ডারদের বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাবে প্রেরণ করা হয়েছে। সেন্ট্রাল ডিপজিটরি বাংলাদেশ (সিডিবিএল) সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, কোম্পানির ঘোষিত বোনাস শেয়ার মঙ্গলবার শেয়ারহোল্ডারদের বিও হিসাবে পাঠানো হয়েছে। এর আগে কোম্পানির পরিচালনা পর্ষদ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য ১৫ শতাংশ নগদ শেয়ারের পাশাপাশি ১০ শতাংশ বোনাস শেয়ার দেয়ার সিদ্ধান্ত নেয়। যা কোম্পানির বার্ষিক সাধারণ সভায় (এজিএম) শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে অনুমোদন করা হয়।
×