ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

হাঁসের আক্রমণে আহত

প্রকাশিত: ১১:৪৪, ২৪ এপ্রিল ২০১৯

হাঁসের আক্রমণে আহত

এবার একটি খ্যাপাটে হাঁসের থাবা থেকে রক্ষা পেতে নাগরিকদের সতর্ক থাকতে বলেছে যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের পুলিশ। হাঁসটি ইতোমধ্যে ওয়ার্লমাটে কেনাকাটা করতে আসা দুইজন ক্রেতাকে হামলা করে আহত করে। স্থানীয় পুলিশ বিভাগ জানিয়েছে, হাঁস অনেক সময় বদরাগী হয়ে উঠতে পারে। তাই এই বদরাগী হাঁস থেকে সতর্ক থাকতে হবে। এই হাঁস সামনে পড়লে নিরাপদ দূরত্ব বজায় রেখে চলতে হবে। এটির সঙ্গে দ্বন্দ্বে জড়ানো যাবে না। আহত দুজনকে হাসপাতালে ভর্তি করে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। -ইউপিআই গোরিলার সঙ্গে সেলফি গণপ্রজাতন্ত্রী কঙ্গোতে একজন বনরক্ষীর তোলা সেলফিতে দুটি গোরিলার স্বাভাবিক ভঙ্গিতে দাঁড়িয়ে থাকার বিষয়টি আলোচনা তৈরি করেছে। চোরাশিকারীদের হাতে তাদের বাবা-মা মারা যাবার পর কঙ্গোতে গোরিলাদের অনাথাশ্রম ভিরুঙ্গা ন্যাশনাল পার্কে গোরিলাগুলো বেড়ে ওঠে। পার্কটির উপপরিচালক বলেন, যেই সেবকরা শৈশব থেকে তাদের দেখাশোনা করেছে, গোরিলাগুলো তাদের সেবকদের অনুকরণ করা শিখেছে। তিনি বলেন, গোরিলাগুলো মনে করে পার্কের বনরক্ষীরা তাদের অভিভাবক। ২০০৭ সালে চোরাশিকারীদের হাতে গোরিলা দুটোর বাবা-মা মারা যায়।-বিবিসি
×