ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পুতিনের সঙ্গে বৈঠক করতে শীঘ্রই রাশিয়া যাচ্ছেন উন

প্রকাশিত: ১১:৪২, ২৪ এপ্রিল ২০১৯

পুতিনের সঙ্গে বৈঠক করতে শীঘ্রই রাশিয়া যাচ্ছেন উন

উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং-উন রাশিয়া গিয়ে শীঘ্রই প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করবেন। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম (কেসিএনএ) বিষয়টি নিশ্চিত করেছে। কিম জং-উনের এ সফরকে পিয়ংইয়ংয়ের অর্থনৈতিক উন্নয়ন পরিকল্পনায় বিদেশী সমর্থন জোগাড়ের চেষ্টা হিসেবেই দেখা হচ্ছে। গত ফেব্রুয়ারিতে ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও কিম জং-উনের মধ্যে দ্বিতীয় শীর্ষ বৈঠকটি উত্তর কোরিয়ার ওপর আরোপিত মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার নিয়ে মতবিরোধে ভেস্তে যায়। এরপর কিম জং-পুতিনের এ বৈঠক হতে যাচ্ছে। তবে সুনির্দিষ্ট সময় ও স্থান জানায়নি কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) । -বিবিসি
×