ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

‘আনন্দের মুক্তি ও অন্যান্য নাটক’ গ্রন্থের প্রকাশনা

প্রকাশিত: ১১:১৬, ২৪ এপ্রিল ২০১৯

‘আনন্দের মুক্তি ও অন্যান্য নাটক’ গ্রন্থের প্রকাশনা

স্টাফ রিপোর্টার ॥ আগামী জুলাই মাসে প্রতিষ্ঠার তিন যুগ পূর্ণ করবে মহাকাল নাট্য সম্প্রদায়। এ উপলক্ষে নাট্যদলটি বছরব্যাপী নানা কর্মসূচী নিয়েছে। সেই কর্মসূচীর অংশ হিসেবে মঙ্গলবার প্রকাশিত হলো দলটির সদস্য, সংগঠক, নাট্যকার সাংবাদিক কানাই চক্রবর্তী রচিত গ্রন্থ ‘আনন্দের মুক্তি চাই ও অন্যান্য নাটক’। সন্ধ্যায় শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে এই প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়। প্রকাশনা উৎসবে প্রধান অতিথি ছিলেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। মুখ্য আলোচক ছিলেন মঞ্চসারথী আতাউর রহমান। বিশেষ অতিথির বক্তব্য দেন তথ্য সচিব আবদুল মালেক, বাংলাদেশ সংবাদ সংস্থার প্রধান সম্পাদক আবুল কালাম আজাদ ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি সংস্কৃতিজন গোলাম কুদ্দুছ। আলোচনায় অংশ নেন কবি আসাদ মান্নান ও নাট্যকার অধ্যাপক ড. রতন সিদ্দিকী। শুভেচ্ছা বক্তব্য দেন সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতা এবং ঝুমঝুমি প্রকাশনীর প্রকাশক শায়লা রহমান তিথি। সূচনা বক্তব্য দেন নাট্যকার কানাই চক্রবর্তী। সভাপতিত্ব করেন মহাকাল নাট্য সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা সদস্য এ্যাডভোকেট আফজাল হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন মহাকাল নাট্য সম্প্রদায়ের সভাপতি মীর জাহিদ হাসান। আলোচনার সঙ্গে ছিল সাংস্কৃতিক পরিবেশনা। মহাকাল নাট্য সম্প্রদায়ের পরিবেশনায় নাটকের গান, ‘আনন্দের মুক্তি চাই’ নাটক থেকে পাঠ, মীর জাহিদ হাসানের গ্রন্থনা ও পরিকল্পনা এবং আমিনুল আশরাফের কোরিওগ্রাফিতে ‘যখন আমার পিতার নাম শেখ মুজিবুর রহমান’ শীর্ষক গীতি আলেখ্য পরিবেশিত হয়।। প্রসঙ্গত, কানাই চক্রবর্তী রচিত ও মীর নাহিদ আহসান নির্দেশিত ‘আনন্দের মুক্তি চাই’ মহাকাল নাট্য সম্প্রদায়ের একটি সফল পথনাটক প্রযোজনা। ১৯৯৭ সালের ১৪ জুলাই নাটকটিরর প্রথম প্রদর্শনী হয় এবং এ পর্যন্ত ৪৫টি মঞ্চায়ন হয়েছে। এছাড়া মহাকাল কানাই চক্রবর্তী রচিত ‘আনন্দের মুক্তি চাই ও অন্যান্য নাটক’ গ্রন্থের ‘গণদরখাস্ত’ ও ‘নতুন বেশে ওরা’ নাটক দুটিও মঞ্চায়ন করেছে।
×