ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আজ কবি বেলাল চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকী

প্রকাশিত: ১১:১৫, ২৪ এপ্রিল ২০১৯

আজ কবি বেলাল চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকী

স্টাফ রিপোর্টার ॥ একুশে পদকজয়ী প্রখ্যাত কবি বেলাল চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকী আজ। গত বছরের আজকের এই দিনে তিনি রাজধানীর ধানম-ির আনোয়ার খান মডার্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বিচিত্র ও বর্ণিল জীবনের অধিকারী কবি বেলাল চৌধুরী। ১৯৩৮ সালের ১২ নবেম্বর ফেনীর শর্শদীতে বেলাল চৌধুরীর জন্ম। রফিকউদ্দিন আহমদ চৌধুরী ও কবি মনিরা আখতার খাতুন চৌধুরী দম্পতির নয় সন্তানের মধ্যে তিনি জ্যেষ্ঠ। পৃথিবীর পাঠশালাই ছিল স্বশিক্ষিত এই কবির অধ্যয়নশালা। ১৯৫২ সালের বামপন্থী রাজনৈতিক কর্মী হিসেবে রাষ্ট্রভাষা আন্দোলনে যেমন জেল খেটেছেন। সাংবাদিকতা, জেলখাটা, গভীর সমুদ্রে মাছ ধরার বিচিত্র পর্ব পেরিয়ে ১৯৬৩ সালে কলকাতায় পাড়ি জমান বেলাল চৌধুরী। সেখানেই তার সাহিত্যজগতে পূর্ণ আবির্ভাব ঘটে। বেলাল চৌধুরী ১৯৭৪ সালে কলকাতা থেকে বাংলাদেশে ফিরে আসেন। এর পর থেকেই প্রগতিশীল রাজনৈতিক-সাংস্কৃতিক আন্দোলনে যুক্ত ছিলেন ওতপ্রোতভাবে। জাতীয় কবিতা পরিষদ ও পদাবলী কবিতা সংগঠনের অন্যতম প্রতিষ্ঠাতা। কলকাতা বসবাসের সময় সাহিত্য পত্রিকা কৃত্তিবাস সম্পাদনায় যুক্ত হয়ে পড়েন তিনি। পরে তিনি বিভিন্ন সময় সম্পাদনা করেছেন পল্লীবার্তা, সচিত্র সন্ধানী, ভারতবিচিত্রা। সম্পাদনা করেছেন বন্ধু সুনীল গঙ্গোপাধ্যায়ের বিবাহ উপলক্ষে প্রকাশিত স্মরণিকাও। স্বনামের পাশাপাশি তিনি বল্লাল সেন, ময়ূরবাহন, সবুক্তগীন ছদ্মনামেও লিখেছেন। কবিতা, গদ্য, অনুবাদ, সম্পাদনা, শিশুসাহিত্য মিলে তার প্রকাশিত গ্রন্থের সংখ্যা অর্ধশতাধিক। তার কাব্যগ্রন্থগুলোর মধ্যে রয়েছেÑ ‘নিষাদ প্রদেশে’, ‘বেলাল চৌধুরীর কবিতা’, ‘আত্মপ্রতিকৃতি’, ‘স্থির জীবন ও নিসর্গ’, ‘জলবিষুবের পূর্ণিমা’, ‘সেলাই করা ছায়া’, ‘কবিতার কমলবনে’, ‘বত্রিশ নম্বর’, ‘যে ধ্বনি চৈত্রে শিমুলে’, ‘বিদায়ী চুমুক’ ইত্যাদি। তার অন্যান্য বইয়ের মধ্যে রয়েছেÑ ‘স্ফুলিঙ্গ থেকে দাবানল’, ‘ডুমুরপাতার আবরণ’, ‘চেতনার রঙ চন্দ্রশিলা’, ‘লাকসাম দাদা ও অন্যান্য গল্প’, ‘কাগজে কলমে’, ‘মিশ্রচিত্রপট’, ‘নিরুদ্দেশ হাওয়ায় হাওয়ায়’, ‘জীবনের আশ্চর্য ফাল্গুন’ ইত্যাদি। গদ্য-পদ্যের পাশাপাশি বেলাল চৌধুরী পাশ্চাত্যের কবি হোর্হে লুইস বোর্হেস, পাবলো নেরুদা, ডিলান টমাস, অক্টাভিও পাজের মতো কবিদের লেখাও অনুবাদ করেছেন। সম্পাদনা করেছেন বেশকিছু স্মারকগ্রন্থও। কর্মের স্বীকৃতি হিসেবে তিনি একুশে পদক, বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, অলক্ত সাহিত্য পুরস্কার, জাতীয় কবিতা পরিষদ পুরস্কার, জাতীয় কবিতা পরিষদ সম্মাননা, জাতীয় প্রেস ক্লাব সম্মাননা, কৃত্তিবাস ষাট বছর পূর্তি সম্মাননা, মযহারুল ইসলাম কবিতা পুরস্কারসহ বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করেছেন।
×