ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে থাকবে

রমজান সামনে রেখে রাজধানীতে টিসিবির পণ্য বিক্রি শুরু

প্রকাশিত: ১১:১০, ২৪ এপ্রিল ২০১৯

রমজান সামনে রেখে রাজধানীতে টিসিবির পণ্য বিক্রি শুরু

স্টাফ রিপোর্টার ॥ মে মাসের প্রথম সপ্তাহে শুরু হবে রমজান। আর পবিত্র রমজান উপলক্ষে এবার একটু আগে থেকেই ঢাকাসহ সারাদেশে স্বল্পমূল্যে পণ্য বিক্রি শুরু করেছে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। মঙ্গলবার থেকে এই বিক্রয় কার্যক্রম শুরু করা হয়। এতে করে দ্রব্যমূল্যও নিয়ন্ত্রণে রাখা যাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এ কর্মসূচীর আওতায় আপাতত ভোজ্যতেল, চিনি ও ডাল বিক্রি করা হবে। এছাড়া ছোলা এবং খেজুর রোজা শুরুর ৫ দিন আগে থেকে বিক্রি শুরু হবে। স্বল্পমূল্যে পণ্য বিক্রি শুরু করতে ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে জানিয়েছেন টিসিবির তথ্য কর্মকর্তা হুমায়ুন কবির। এক বিজ্ঞপ্তিতে তিনি বলেন, দেশব্যাপী ১৮৭ ভ্রামমাণ ট্রাকে টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রম শুরু হয়েছে যা পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত শুক্রবার ব্যতীত চলবে। এদিকে এদিন রাজধানীর প্রেসক্লাব, কাওরানবাজার, ফার্মগেট খামারবাড়ি এলাকায় দেখা গেছে টিসিবির পণ্য বিক্রি। জানা গেছে, সয়াবিন তেল প্রতি লিটার ৮৫ টাকা, চিনি প্রতি কেজি ৪৭ টাকা এবং মসুর ডাল প্রতি কেজি ৪৪ টাকায় বিক্রি করা হচ্ছে। এছাড়াও ছোলা এবং খেজুর রোজা শুরুর ৫ দিন আগে থেকে বিক্রি শুরু“ করা হবে। এগুলোর দাম হিসেবে জানা গেছে, ৬০ টাকা কেজি ছোলা এবং ১৩৫ টাকা কেজি খেজুর বিক্রি করা হবে। একজন ভোক্তা সর্বোচ্চ চার কেজি চিনি, ছোলা ও ডাল কিনতে পারবেন। সর্বোচ্চ ৫ কেজি তেল কিনতে পারবেন এবং ১ কেজি খেজুর কিনতে পারবেন। প্রেসক্লাব এলাকায় কথা হয় ভোক্তা সোবহান সর্দারের সঙ্গে। তিনি বলেন, রমজানে আমাদের মধ্যবিত্ত পরিবারের দ্রব্যমূল্যের চাপে কি যে অবস্থা হয় বুঝানো মুশকিল। আগে থেকেই পণ্য কিনলাম। খেজুর ছোলা কদিন পর পাওয়া যাবে শুনলাম। এখানে বাজারের চেয়ে একটু সাশ্রয়ী। সূত্র জানায়, এ কর্মসূচীর অধীন দুই থেকে আড়াই হাজার টন ভোজ্যতেল, দুই হাজার টন চিনি, এক হাজার থেকে এক হাজার ১০০ টন মসুর ডাল বিক্রয় করা হবে। এছাড়া রমজান উপলক্ষে দেড় হাজার টন ছোলা এবং ১০০ টন খেজুর বিক্রি করবে টিসিবি। সারাদেশের মধ্যে রাজধানীতে ৩৫টি, চট্টগ্রামে ১০টি, প্রতিটি বিভাগে পাঁচটি এবং প্রতিটি জেলায় একটি করে স্পটে মোট ২ হাজার ৮২৭ জন ডিলার ট্রাকে করে এ পণ্য বিক্রয় করবেন। ইতোমধ্যেই অন্য জেলাগুলোতেও বিক্রয়ের খবর পাওয়া গেছে। টিসিবির এক কর্মকর্তা নাম প্রকাশ না করে জানান, আমাদের সব সময়ই চেষ্টা থাকে বাজারের মূল্য নিয়ন্ত্রণে রাখার। অনেক সময় হয়তো কিছুটা সমস্যা হয়। এবার রমজানের আগেই আমরা কার্যক্রম শুরু করেছি। আশা করছি এতে সাধারণ মানুষ রমজানে সুফল পাবেন। দ্রব্যমূল্যও নিয়ন্ত্রণে থাকবে। এদিকে, রাজধানীতে টিসিবির পণ্য বিক্রয়ের নির্ধারিত স্থানগুলো হলো- সচিবালয় গেট, জাতীয় প্রেসক্লাব, কাপ্তানবাজার, ভিক্টোরিয়া পার্ক, সায়েন্স ল্যাবরেটরি মোড়, নিউমার্কেট-নীলক্ষেত মোড়, শ্যামলী-কল্যাণপুর, জিগাতলা মোড়, ফার্মগেট খামারবাড়ি, কলমীতলা বাজার, কচুক্ষেত রজনীগন্ধা সুপার মার্কেট, আগারগাঁও তালতলা এবং নির্বাচন কমিশন অফিস, উত্তরায় রাজলক্ষ্মী কমপ্লেক্স, মিরপুর-১ বাজার রোড, শান্তিনগর বাজার, মালিবাগ বাজার, বাসাবো বাজার, বনশ্রীতে আইডিয়াল স্কুল, বাংলাদেশ ব্যাংক চত্বর, মহাখালী কিচেন মার্কেট, শেওড়াপাড়া বাজার, দৈনিক বাংলা মোড়, শাহজাহানপুর বাজার, ফকিরাপুল বাজার এবং আইডিয়াল জোন, মতিঝিল বলাকা চত্বর, খিলগাঁও তালতলা বাজার, রামপুরা বাজার, মিরপুর-১০ নম্বর চত্বর, উত্তরায় আশকোনা হজক্যাম্প, মোহাম্মদপুর টাউন হল কিচেন মার্কেট, দিলকুশা ও মাদারটেক নন্দীপাড়া কৃষি ব্যাংক।
×