ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

জাহালম বিষয়ে হাইকোর্টের কার্যক্রম স্থগিত

প্রকাশিত: ১১:০৫, ২৪ এপ্রিল ২০১৯

জাহালম বিষয়ে হাইকোর্টের কার্যক্রম স্থগিত

স্টাফ রিপোর্টার ॥ ভুল আসামি জাহালমের বিষয়ে হাইকোর্টের জারি করা স্বতঃপ্রণোদিত (সুয়োমোটো) রুল সংক্রান্ত মামলার কার্যক্রম ১৩ মে পর্যন্ত স্থগিত করেছে আপীল বিভাগের চেম্বার জজ। মামলাটি শুনানির জন্য ওইদিন পূর্ণাঙ্গ বেঞ্চে আসবে। অন্যদিকে আরেক ভুল আসামি হয়ে তিন বছর ধরে কারাগারে থাকা বেনারসি কারিগর আরমানের মামলার সমস্ত নথি তলব করেছে হাইকোর্ট। ৬ মে’র মধ্যে ঢাকা মহানগর দায়রা জজ আদালতকে সমস্ত নথি পাঠানোর নির্দেশ দেয়া হয়েছে। মঙ্গলবার আপীল বিভাগের চেম্বার জজ ও হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চ এ আদেশ প্রদান করেছে। আরমানের মামলার সব নথি চেয়েছে হাইকোর্ট ॥ ভুল আসামি হয়ে তিন বছর ধরে কারাগারে থাকা রাজধানীর পল্লবীর বেনারসি কারিগর আরমানের মামলার সমস্ত নথি তলব করেছে হাইকোর্ট। ৬ মের মধ্যে ঢাকা মহানগর দায়রা জজ আদালতকে সমস্ত নথি পাঠানোর নির্দেশ দেয়া হয়েছে। বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মোঃ খায়রুল আলমের সমন্বয়ে গঠিত বেঞ্চ মঙ্গলবার এ আদেশ দিয়েছে।
×