ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মুজিব বর্ষ উদ্যাপন তরুণদের উৎসাহিত করবে ॥ স্পীকার

প্রকাশিত: ১১:০৪, ২৪ এপ্রিল ২০১৯

মুজিব বর্ষ উদ্যাপন তরুণদের উৎসাহিত করবে ॥ স্পীকার

সংসদ রিপোর্টার ॥ জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, মুজিব বর্ষ-২০২০ উদ্যাপন নতুন প্রজন্মকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে সমুন্নত রাখতে অনুপ্রাণিত করবে। মুজিব বর্ষ পালনে দেশপ্রেমে উজ্জীবিত হয়ে দেশ সেবায় আত্মনিয়োগ করতে ভবিষ্যত তরুণদের উৎসাহিত করবে। সংসদ ভবনের কেবিনেট কক্ষে মঙ্গলবার জাতীয় সংসদের পক্ষ থেকে ‘মুজিব বর্ষ-২০২০’ উদ্যাপন উপলক্ষে প্রস্তুতি ও করণীয় সভায় সভাপতির বক্তব্য রাখতে গিয়ে স্পীকার এসব কথা বলেন। প্রস্তুতি সভায় গণপরিষদ, জাতীয় সংসদ, বিভিন্ন সভা সেমিনার ও আন্তর্জাতিক অঙ্গনে বঙ্গবন্ধুর বক্তব্য প্রদর্শন, প্রচার ও পুস্তিকা সংকলন, বিশিষ্ট দেশী-বিদেশী নাগরিকদের আমন্ত্রণ, বঙ্গবন্ধুর রাজনৈতিক ও সামাজিক দর্শন নিয়ে বিশেষ ডকুমেন্টারি প্রস্তুত ও প্রদর্শন, সংসদ ভবনকে সুসজ্জ্বিতকরণ, বঙ্গবন্ধুর সংগ্রামী জীবন নিয়ে রচনা প্রতিযোগিতা আয়োজন, জাতীয় সংসদে বঙ্গবন্ধু কল্যাণ তহবিল গঠন, সংসদীয় স্থায়ী কমিটিতে মুজিব বর্ষ উদ্যাপন আলোচ্যসূঈতে অন্তর্ভুক্তকরণ এবং বিভাগীয়, জেলা ও উপজেলা পর্যায়ে ‘মুজিব বর্ষ-২০২০’ উদ্যাপন বিষয়ে প্রস্তাব নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
×