ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কুষ্টিয়ায় ৯৯৯-এ ফোন করে অপহৃত যুবক উদ্ধার, গ্রেফতার ৫

প্রকাশিত: ১১:০৩, ২৪ এপ্রিল ২০১৯

কুষ্টিয়ায় ৯৯৯-এ ফোন করে অপহৃত যুবক উদ্ধার, গ্রেফতার ৫

নিজস্ব সংবাদদাতা, কুষ্টিয়া, ২৩ এপ্রিল ॥ কুষ্টিয়ায় জরুরী সহায়তা নাম্বার ৯৯৯-এ ফোন করে উদ্ধার পেয়েছে অপহৃত এক যুবক। স্থানীয় একটি পত্রিকা অফিস থেকে তাকে উদ্ধার এবং এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পাঁচ অপহরণকারীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে কুষ্টিয়া শহরের বাবর আলী গেট এলাকায় অবস্থিত ওই পত্রিকা অফিসে অভিযান চালিয়ে পুলিশ অপহৃত আলী মুনসুর ইমরান খান (৩৫) নামের যুবককে উদ্ধার এবং অপহরণকারীদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো- ভেড়ামারা উপজেলার মসলেমপুর গ্রামের মৃত আলমগীর হোসেনের ছেলে শরিফুল ইসলাম (২৮), কুষ্টিয়া শহরের মিলপাড়া এলাকার নাসিরউদ্দিনের ছেলে নাসিম আহম্মেদ নীল (২০), একই এলাকার মোহাম্মদ আলীর ছেলে মইনুল ইসলাম বর্ষণ (১৯), মোহিনীমোহন চক্রবর্তী লেনের বাসিন্দা শাহীন আশরাফের ছেলে স্বপ্নীল আশরাফ স্বপ্ন (১৯) এবং শহরতলীর জগতি কৃষকপাড়া এলাকার শাহাদাত আলীর ছেলে ইমন আলী (১৯)। উদ্ধারকৃত যুবক আলী মুনসুর ইমরান খানের বাড়ি ভেড়ামারা উপজেলার বামনপাড়া গ্রামে। সে এলাকার মোরতাজ আলী খানের ছেলে।
×