ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পাঁচ দফা দাবিতে ঢাবি অধিভুক্ত ৭ সরকারী কলেজ শিক্ষার্থীদের অবরোধ

প্রকাশিত: ১১:০২, ২৪ এপ্রিল ২০১৯

পাঁচ দফা দাবিতে ঢাবি অধিভুক্ত ৭ সরকারী কলেজ শিক্ষার্থীদের অবরোধ

বিশ্ববিদ্যালয় রিপোর্টার ॥ স্নাতক, স্নাতকোত্তর ও ডিগ্রী পরীক্ষার ফলাফলে গণহারে অকৃতকার্য হওয়ার কারণ প্রকাশসহ মোট পাঁচ দফা দাবিতে ঢাকার নিলক্ষেত মোড়ে টানা তিনঘণ্টা অবরোধ কর্মসূচী পালন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারী সাত কলেজের শিক্ষার্থীরা। মঙ্গলবার বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত কর্মসূচী পালন করে শিক্ষার্থীরা। এর আগে সকাল সাড়ে ১০টায় ঢাকা কলেজের সামনে মানববন্ধন করে মিছিল নিয়ে নিলক্ষেত মোড়ে জড়ো হয় তারা। বিক্ষোভকারীরা আজ বুধবার একই দাবি নিয়ে অবস্থান কর্মসূচী পালন করার ঘোষণা দেন। শিক্ষার্থীদের পক্ষ থেকে ঢাকা কলেজের বাংলা বিভাগের শিক্ষার্থী আবু বক্কর বলেন, আগামীকাল (বুধবার) বেলা ১১টায় আবার অবস্থান কর্মসূচী শুরু হবে। সমস্যা সমাধান না হলে এই অবরোধ কর্মসূচী অব্যাহত থাকবে বলে তিনি ঘোষণা দেন। শিক্ষার্থীদের দাবিগুলো হলো- পরীক্ষা শেষ হওয়ার ৯০ দিনের মধ্যে ত্রুটিমুক্ত ফলাফল প্রকাশসহ একটি বর্ষের সকল বিভাগের ফলাফল একত্রে প্রকাশ করা; ডিগ্রী, স্নাতক, স্নাতকোত্তর পর্যায়ের সকল বর্ষের ফলাফলে গণহারে অকৃতকার্য হওয়ার কারণ প্রকাশসহ খাতা পুনর্মূল্যায়ন; সাত কলেজ পরিচালনার জন্য স্বতন্ত্র প্রশাসনিক ভবন; প্রতি মাসে প্রত্যেকটি বিভাগে প্রতি কলেজে দুইদিন করে মোট ১৪ দিন ঢাবি শিক্ষকদের ক্লাস নিতে হবে এবং সেশনজট নিরসনের জন্য একাডেমিক ক্যালেন্ডার প্রকাশসহ ক্রাশ প্রোগ্রাম চালু করা।
×