ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

নুসরাত হত্যার তদন্ত সঠিক পথে ॥ আদালত

প্রকাশিত: ১০:৫৮, ২৪ এপ্রিল ২০১৯

নুসরাত হত্যার তদন্ত সঠিক পথে ॥ আদালত

স্টাফ রিপোর্টার ॥ ফেনীর সোনাগাজীতে মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফিকে আগুনে পুড়িয়ে হত্যার ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত চেয়ে করা রিটের শুনানিতে আদালত বলেছে, নুসরাত হত্যার তদন্ত সঠিক পথে আছে। এ পর্যায়ে আমরা কোন হস্তক্ষেপ করব না। মামলার পরবর্তী দিন নির্ধারণ করা হয়েছে আগামী রবিবার। এদিকে দুই যুবলীগ নেতা হত্যা মামলায় টাঙ্গাইল-৩ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য (এমপি) আমানুর রহমান খান রানাকে চেম্বার আদালতের দেয়া জামিন স্থগিতাদেশ বহাল রেখেছে আপীল বিভাগ। মঙ্গলবার আপীল বিভাগ ও হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চ এ আদেশ প্রদান করেছে। অন্যদিকে নিরাপদ সড়ক আন্দোলনের সময় শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে করা ‘সড়ক পরিবহন আইন-২০১৮’ কার্যকরে গেজেট প্রকাশের নির্দেশনা চেয়ে উচ্চ আদালতে রিট আবেদন করেছে হিউম্যান রাইটস এ্যান্ড পিস ফর বাংলাদেশ (এইচআরপিবি)। ফেনীর সোনাগাজীতে মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফিকে আগুনে পুড়িয়ে হত্যার ঘটনায় আদালত এ মুহূর্তে কোন হস্তক্ষেপ করবে না। মঙ্গলবার বিচারপতি এফ আর এম নাজমুল আহসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চ এ মন্তব্য করে। রিটকারী আইনজীবী ইউনুস আলী আকন্দকে উদ্দেশ করে আদালত বলে, ‘আমরা তো এই হত্যা মামলার তদন্তে সরকারের অবহেলা দেখছি না। মাননীয় প্রধানমন্ত্রী স্বয়ং এ মামলা মনিটরিং করছেন। সেই সঙ্গে পিবিআইয়ের তদন্তও সঠিকভাবে হচ্ছে।’ কাজেই এ অবস্থায় তাদের কাজে কোন ব্যাঘাত যেন না ঘটে, তাই হস্তক্ষেপ করতে চাই না। পরে এ মামলার শুনানির জন্য আগামী রবিবার দিন ধার্য করা হয়। এর আগে গত ১৭ এপ্রিল নুসরাত জাহান রাফিকে আগুনে পুড়িয়ে হত্যার ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত ও ক্ষতিপূরণ চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়। আমানুর রহমান খান রানার জামিন স্থগিতই থাকছে ॥ দুই যুবলীগ নেতা হত্যা মামলায় টাঙ্গাইল-৩ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য (এমপি) আমানুর রহমান খান রানাকে চেম্বার আদালতের দেয়া জামিন স্থগিতাদেশ বহাল রেখেছে আপীল বিভাগ। মঙ্গলবার জামিনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আবেদন নিষ্পত্তি করে এ আদেশ দেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপীল বেঞ্চ এ আদেশ প্রদান করে। সড়ক পরিবহন আইন কার্যকরের নির্দেশনা চেয়ে রিট ॥ নিরাপদ সড়ক আন্দোলনের সময় শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে করা ‘সড়ক পরিবহন আইন-২০১৮’ কার্যকরে গেজেট প্রকাশের নির্দেশনা চেয়ে উচ্চ আদালতে রিট আবেদন করেছে হিউম্যান রাইটস এ্যান্ড পিস ফর বাংলাদেশ (এইচআরপিবি)।
×