ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

জায়ানের লাশ আজ আসছে

প্রকাশিত: ১০:৫৮, ২৪ এপ্রিল ২০১৯

জায়ানের লাশ আজ আসছে

স্টাফ রিপোর্টার ॥ আজ বুধবার শ্রীলঙ্কায় ভয়াবহ সিরিজ বোমা হামলায় নিহত আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিমের নাতি জায়ান চৌধুরীর লাশ দেশে আসছে। হামলায় অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন জায়ানের পিতা মশিউল হক চৌধুরী প্রিন্স। নিহত নাতি ও আহত জামাতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন শেখ সেলিম। মঙ্গলবার বনানীর চেয়ারম্যান বাড়িতে নাতির জানাজার স্থান পরিদর্শন করেছেন শেখ সেলিম। পরে তিনি সাংবাদিকদের মাধ্যমে দেশবাসীর কাছে নিহত নাতি ও মেয়ের জামাতার জন্য দোয়া চান। শেখ সেলিম সাংবাদিকদের জানান, তার জামাতা গুরুতর আহত হয়ে শ্রীলঙ্কার একটি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন আছে। জামাতা মশিউল হক চৌধুরীর পায়ে ও পেটে অস্ত্রোপচার হয়েছে। কিডনি ও লিভারে স্পিøন্টার রয়েছে। প্রিন্সকে ৭২ ঘণ্টার পর্যবেক্ষণে রেখেছেন চিকিৎসকরা। নির্ধারিত সময়ের আগে কিছুই বলা যাবে না বলে চিকিৎসকদের বরাত দিয়ে জানান শেখ সেলিম। চিকিৎসকদের ভাষ্য মোতাবেক, অন্তত দুই সপ্তাহের আগে প্রিন্সকে স্থানান্তর করা সম্ভব নয়। শেখ সেলিমের ছোট ভাই শেখ ফজলুর রহমান মারুফ সাংবাদিকদের জানান, বুধবার দুপুর একটায় জায়ান চৌধুরীর মরদেহ দেশে পৌঁছাবে। আছরের নামাজের পর বনানীর চেয়ারম্যানবাড়ী মাঠে জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে। এদিকে মঙ্গলবার শেখ সেলিমের বাসায় ভিড় করেন বিপুল নেতাকর্মী। তার পরিবারকে সান্ত¡¡না জানাতে সেখানে যান আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ, সাবেক ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী তারানা হালিমসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। এদিকে জায়ানের মৃত্যুতে শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পীকার ফজলে রাব্বি মিয়া, যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী, সাধারণ সম্পাদক হারুনুর রশীদ, এফবিসিসিআইসহ বিভিন্ন ব্যক্তি ও সংগঠন। প্রসঙ্গত, গত ২১ এপ্রিল রবিবার খ্রিস্টান ধর্মাবলম্বীদের ইস্টার সানডে চলাকালে গির্জা, বিলাসবহুল হোটেল ও অন্যান্য স্থাপনায় ভয়াবহ সিরিজ বোমা হামলার ঘটনা ঘটে। হামলায় ৩২১ জনের মৃত্যু হয়। আহত হয় পাঁচ শতাধিক। যার মধ্যে ৩৫ জন বিদেশী। শ্রীলঙ্কায় থাকা বাংলাদেশীদের অবস্থা জানার জন্য পররাষ্ট্রমন্ত্রী শাহরিয়ার আলম সেদেশে থাকা দূতাবাসে যোগাযোগ রাখছেন। দূতাবাসে জরুরী হেল্প ডেস্ক খোলা হয়েছে। জানা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুপাত ভাই শেখ ফজলুল করিম সেলিমের একমাত্র মেয়ে শেখ আমেনা সুলতানা (শেখ সোনিয়া) ও তার স্বামী মশিউল হক চৌধুরী প্রিন্স তাদের দুই ছেলে জায়ান চৌধুরী ও জোহান চৌধুরীকে নিয়ে ছুটি কাঁটাতে শ্রীলঙ্কায় বেড়াতে যান। দেশটির রাজধানী কলম্বোর একটি হোটেলে ওঠেন। ঘটনার দিন জায়ানকে নিয়ে তার পিতা প্রিন্স নাস্তা করতে হোটেলের নিচে নামেন। ওই সময়ই হামলার ঘটনাটি ঘটে। তখন শ্রীলঙ্কার স্থানীয় সময় সকাল পৌনে নয়টা। হামলায় নিহত হয় জায়ান। আর তার পিতা প্রিন্সের দুইটি পা ড্যামেজ হয়ে যায়। নিহত জায়ানের দাদার বাড়ি সিলেটের সুনামগঞ্জের ভাটিপাড়ায়। জায়ানের দাদা সুনামগঞ্জের খ্যাতিমান ব্যক্তি এম এইচ চৌধুরী। জায়ান ছিল সোনিয়ার বড় ছেলে।
×