ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

দেশে অলিখিত বাকশাল কায়েম হয়েছে : ড. মোশাররফ

প্রকাশিত: ১০:০১, ২৩ এপ্রিল ২০১৯

দেশে অলিখিত বাকশাল কায়েম হয়েছে   :  ড. মোশাররফ

অনলাইন রিপোর্টার ॥ বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, গণতন্ত্র হত্যা করে আওয়ামী লীগ দেশে অঘোষিত বাকশাল কায়েম করেছে। বেগম খালেদা জিয়াকে মুক্ত করে দেশে গণতন্ত্র ফিরিয়ে আনা হবে। মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক নেতৃবৃন্দ আয়োজিত ছাত্রদলের প্রতিষ্ঠাতা আহ্বায়ক কাজী আসাদুজ্জামানের স্মরণ সভায় ড. মোশাররফ এ কথা বলেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলেন, বর্তমান সরকার আসলে কোনো নির্বাচিত সরকার নয়। জাতীয় সংসদ, মন্ত্রণালয় এবং সর্বনিম্ন উপজেলা, সর্বক্ষেত্রে আজকে দেশ নির্বাচিত প্রতিনিধিদের দ্বারা নয়, মনোনীত প্রতিনিধিদের দ্বারা পরিচালিত হচ্ছে। বর্তমান সংসদের মাত্র দুজন সদস্য ছাড়া কেউই নির্বাচিত নন। সবাই আওয়ামী লীগের মনোনীত প্রার্থী। সংবিধানে বলা আছে, নির্বাচিত সংসদ সদস্যরা দেশ পারিচালনা করবেন। কিন্তু এখন দেশ পরিচালনা করছেন মনোনীত প্রার্থীরা। এই মনোনীতদের দিয়ে সরকার এখন অলিখিত বাকশাল প্রতিষ্ঠা করেছে। পক্ষান্তরে বিএনপি দুবার গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে। আমাদের দলের প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট জিয়াউর রহমান এ দেশে প্রথম গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেন। তাই এবারও আমাদের সবার পবিত্র দায়িত্ব গণতন্ত্র প্রতিষ্ঠা করা। ড. মোশাররফ হোসেন বলেন, দেশনেত্রী খালেদা জিয়াকে কারাগারে রেখে এই গণতন্ত্র প্রতিষ্ঠা করা সম্ভব নয়। তাঁকে মুক্ত করে তাঁর নেতৃত্বেই আন্দোলনের মাধ্যমে আমাদের গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। এজন্য আসুন সবাই ঐক্যবদ্ধ হই। কাজী আসাদুজ্জামানের স্মৃতিচারণা করে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, এমন একটি সময় কাজী আসাদুজ্জামান ছাত্রদলের রাজনীতিতে এসেছিলেন যখন সামরিক শাসনবিরোধী আন্দোলন চলছিল। বিএনপির পক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো কর্মসূচি পালন করতে গেলে তাদের ওপর গরম পানি নিক্ষেপ করা হতো। সেই সময় তিনি ছাত্রদলের আহ্বায়ক হয়েছিলেন। তিনি ছাত্রদলে এসেছিলেন দেশের স্বাধীনতা রক্ষা করার জন্য, ছাত্রদের অধিকার প্রতিষ্ঠার জন্য, বাকশাল থেকে দেশকে রক্ষা করার জন্য। বিএনপির ভাইস চেয়ারম্যান ও কৃষক দলের আহ্বায়ক শামসুজ্জামান দুদুর সভাপতিত্বে স্মরণসভায় দলটির চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, হাবিবুর রহমান হাবীব, বিশেষ সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন, সহ-প্রচার সম্পাদক আমিরুল ইসলাম আলিম, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবদুল কাদের ভূঁইয়া জুয়েল, ছাত্রদলের সাধারণ সম্পাদক আকরামুল হাসান প্রমুখ বক্তব্য দেন।
×