ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

পুতিনের সঙ্গে বৈঠক করতে শিগগিরই রাশিয়া যাচ্ছেন কিম ॥ কেসিএনএ

প্রকাশিত: ০৩:২৯, ২৩ এপ্রিল ২০১৯

পুতিনের সঙ্গে বৈঠক করতে শিগগিরই রাশিয়া যাচ্ছেন কিম ॥ কেসিএনএ

অনলাইন ডেস্ক ॥ উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম তাদের শীর্ষ নেতা কিম জং উন রাশিয়ায় গিয়ে শিগগিরই দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করবেন বলে নিশ্চিত করেছে। কিমের এ সফরকে পিয়ংইয়ংয়ের অর্থনৈতিক উন্নয়ন পরিকল্পনায় বিদেশি সমর্থন জোগাড়ের চেষ্টা হিসেবেই দেখা হচ্ছে, জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। উত্তর কোরিয়ার ওপর আরোপিত মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার নিয়ে মতবিরোধে ফেব্রুয়ারিতে ভিয়েতনামের হ্যানয়ে ওয়াশিংটন-পিয়ংইয়ং দ্বিতীয় শীর্ষ বৈঠক ভেস্তে যাওয়ার পর কিম-পুতিনের এ বৈঠক হতে যাচ্ছে। কিমের রাশিয়া সফর ‘শিগগিরই’ হতে যাচ্ছে জানালেও এর সুনির্দিষ্ট সময় ও স্থান জানায়নি উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) । সোমবার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভও চলতি মাসের শেষ দিকে উত্তরের শীর্ষ নেতার রাশিয়া সফরের বিষয়টি নিশ্চিত করেছেন।
×