ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

শচীনের অপেক্ষায় এক পাকিস্তানী ক্রিকেটার

প্রকাশিত: ১২:০৩, ২৩ এপ্রিল ২০১৯

শচীনের অপেক্ষায় এক পাকিস্তানী ক্রিকেটার

স্পোর্টস রিপোর্টার ॥ পাকিস্তানের হয়ে মাত্র দুটি ওয়ানডে খেলেছেন। মার্চে আমিরাতে অস্ট্রেলিয়ার বিপক্ষে অভিষেকে সেঞ্চুরি পাওয়া ৩১ বছর বয়সী আবিদ আলী পরের ম্যাচেই আউট হন ০ রানে। এরপরও জায়গা করে নিয়েছেন স্বপ্নের বিশ্বকাপ স্কোয়াডে। সেটি ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফর্মেন্সের কারণে। উচ্ছ্বসিত আবিদ এবার আরও একটি স্বপ্ন পূরণের অপেক্ষায়। ছোটবেলা থেকে যার ব্যাটিং তাকে মুগ্ধ করেছে, টেকনিক অনুকরণ করে আসছেন সেই শচীন টেন্ডুলকরের সঙ্গে দেখা করে পরামর্শের জন্য অধীর হয়ে আছেন। বিশ্বকাপের লীগপর্বেই যেহেতু ভারত-পাকিস্তান ম্যাচ, স্বপ্নটা তাই পূরণ হয়েও যেতে পারে। ক্রিকেটের আধুনিরক ‘ডন’কে সামনে পেলে জড়িয়ে ধরবেন বলে জানিয়েছেন তিনি। কাশ্মীর ইস্যুতে দু’দেশের সম্পর্ক যখন ভীষণ রকমের তিক্ত, আবিদের এই আবেগ সেখানে ভালবাসার বার্তা দেয়...। আমার বহুদিনের আশা শচীনের সঙ্গে দেখা করার। আমার মনে হয় আমার মতো আরও অনেক নতুন ব্যাটসম্যান তার সঙ্গে দেখা করতে চায়। আমি তাকে আলিঙ্গন করতে চাই। তার কাছ থেকে জানতে চাই ভাল ব্যাটিং করার টোটকা। যা আমাকে বিশ্বকাপে ভাল করতে সাহায্য করবে। আমার জীবনের সেরাদিন হবে সেটা, আমি যেদিন টেন্ডুলকরের সঙ্গে দেখা করতে পারব। শচীন ছাড়াও ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ব্যাটসম্যান স্যার ভিভ রিচার্ডসের সঙ্গে দেখা করতে চান আবিদ, স্যার ভিভ রিচার্ডসও অসাধারণ ব্যাটসম্যান ছিলেন। আমি তার সঙ্গে দেখা করেও কিছু শিখতে চাইব। শচীনের সঙ্গে দেখা করে কী জানতে চাইবেন আবিদ? জানিয়েছেন সেটাও, আমি ছোটবেলা থেকে শচীনের ব্যাটিং কৌশল অনুসরণ করে আসছি। তার সঙ্গে দেখা হলে আমি জানতে চাইব কিভাবে মানসিক ও কৌশলগত শক্তি বাড়ানো যায়। এগুলো জানতে পারলে আমার ব্যাটিংয়েরও উন্নতি হবে। তার রেকর্ড অসাধারণ।
×