ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

রেকর্ডগড়া রোনাল্ডোর তুরিনে থাকার গ্যারান্টি

প্রকাশিত: ১২:০১, ২৩ এপ্রিল ২০১৯

রেকর্ডগড়া রোনাল্ডোর তুরিনে থাকার গ্যারান্টি

জাহিদুল আলম জয় ॥ দিনকয়েক আগে উয়েফা চ্যাম্পিয়ন্স লীগের কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে গেছে জুভেন্টাস। এরপর গুঞ্জন রটে তুরিন ছাড়তে পারেন সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনাল্ডো। কিন্তু সংবাদটা যে শুধুই গুঞ্জন সেটা নিজেই জানিয়ে দিয়েছেন পর্তুগীজ অধিনায়ক। শনিবার রাতে ক্যারিয়ারে প্রথমবারের মতো ইতালিয়ান সিরি’এ লীগের শিরোপা জিতে রোনাল্ডো ঘোষণা দিয়েছেন, তিনি জুভেন্টাসে থাকছেন সেটা এক হাজার ভাগ নিশ্চিত। ওই রাতে ঘরের মাঠ তুরিনের জুভেন্টাস স্টেডিয়ামে অতিথি ফিওরেন্টিনাকে ২-১ গোলে হারিয়ে পাঁচ ম্যাচ হাতে রেখেই টানা অস্টমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছে জুভেন্টাস। ১৯৪৮ সালে তোরিনো, ১৯৫৬ সালে ফিওরেন্টিনা ও ২০০৭ সালে ইন্টার মিলানও পাঁচ ম্যাচ হাতে রেখে সিরি’এ শিরোপা জয় করেছিল। সেই রেকর্ডই এবার স্পর্শ করেছে জুভরা। এই জয়ে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে থাকা নেপোলিকে ২০ পয়েন্টের ব্যবধানে পিছনে ফেলেছে ম্যাসিমিলিয়ানো এ্যালেগ্রির দল। বর্তমানে চ্যাম্পিয়ন জুভেন্টাসের পয়েন্ট ৩৩ ম্যাচ ৮৭ আর ৩২ ম্যাচে নেপোলির ভা-ারে জমা ৬৭ পয়েন্ট। এখন নেপোলি তাদের বাকি ছয় ম্যাচে জিতলে আর রোনাল্ডো-দিবালারা তাদের বাকি পাঁচ ম্যাচে হারলেও জুভেন্টাসকে টপকাতে পারবে না। শিরোপা জয়ের ম্যাচে অবশ্য শুরুতে পিছিয়ে পড়েছিল জুভেন্টাস। সার্বিয়ান ডিফেন্ডার নিকোলা মিলেনকোভিচের গোলে ফিওরেন্টিনা ম্যাচের ষষ্ঠ মিনিটেই এগিয়ে যায়। এরপর ৩৭ মিনিটে এ্যালেক্স সান্দ্রোর ডাইভিং হেডে জুভেন্টাসকে সমতায় ফেরান। বিরতির পর ৫৩ মিনিটে রোনাল্ডোর ক্রসে ফিওরেন্টিনার ডিফেন্ডার জার্মান পেজ্জেলার আত্মঘাতী গোলে জুভেন্টাসের জয় নিশ্চিত হয়। এ নিয়ে ৩৪ বছর বয়সী রোনাল্ডো ষষ্ঠ ঘরোয়া লীগের শিরোপা জয়ের কৃতিত্ব দেখিয়েছেন। এর মধ্যে তিনটি ম্যানচেস্টার ইউনাইটেড, দুটি রিয়াল মাদ্রিদ ও একটি জুভেন্টাসের হয়ে। এর ফলে ক্লাব ফুটবলের ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে প্রিমিয়ার লীগ, লা লিগা ও সিরি’এ লীগের শিরোপা জয় করে রোনাল্ডো বিশ্বরেকর্ড গড়েছেন। ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে ২০০৬-০৭, ২০০৭-০৮ এবং ২০০৮-০৯ এই তিন মৌসুম ইংলিশ প্রিমিয়ার লীগের শিরোপা জেতেন রোনাল্ডো। এরপর স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের হয়ে খেলতে পাড়ি জমান লা লিগায়। সেখানে ২০১১-১২ এবং ২০১৬-১৭ মৌসুমে লা লিগার শিরোপা জয় করেন। এবার নতুন মৌসুমে জুভেন্টাসে যোগ দিয়েই জিতে নিয়েছেন সিরি’এ লীগের শিরোপা। এমন অর্জন নেই আর কোন ফুটবলারের। গত গ্রীষ্মে পাঁচবারের ফিফা সেরা তারকা রোনাল্ডোকে ১০০ মিলিয়ান ইউরোর বিনিময়ে রিয়াল মাদ্রিদ থেকে দলে ভিড়িয়েছিল জুভেন্টাস। এবারের মৌসুমে তিনি ১৯টি গোল করা ছাড়াও ৬টিতে সহযোগিতা করেছেন। সাম্পদোরিয়ার ফ্যাবিও কুয়াগলিয়ারেলার সঙ্গে শীর্ষ গোলদাতার লড়াইয়ে টিকে আছেন। ২২ গোল করে কুয়াগলিয়ারেলা তালিকায় শীর্ষে আছেন। ২১ গোল করে দ্বিতীয় স্থানে এসি মিলানের ক্রিজিস্টো পিয়াটেক। এবারের মৌসুমে একমাত্র জেনোয়া ও স্পালের বিপক্ষে পরাজিত হয়েছে জুভেন্টাস। ২৮টি জয় ও তিনটি ড্র নিয়ে পাঁচ ম্যাচ হাতে রেখে শিরোপা নিশ্চিত করেছে তারা। এদিকে গৌরবময় রেকর্ড গড়েছেন জুভেন্টাস কোচ ম্যাসিমিলিয়ানো এ্যালেগ্রি। প্রথম কোচ হিসেবে টানা পাঁচটি সিরি’এ শিরোপা জিতিছেন তিনি। ম্যাচশেষে এ্যালেগ্রি বলেন, আমি দারুণ খুশি। কারণ আমরা একটি গুরুত্বপূর্ণ লক্ষ্য অর্জন করেছি। দারুণ একটি মৌসুম শেষ করতে যাচ্ছে জুভেন্টাস। যে কয়টি প্রতিযোগিতায় খেলেছি তার মধ্যে ৫০ শতাংশ জয় করেছি। অবশ্য ইউরোপিয়ান আসর থেকে বিদায়ের হতাশা থেকেই গেছে। সবমিলিয়ে ৬টি সিরি’এ শিরোপা জয় করে ইতালিয়ান লীগের সবচেয়ে সফল কোচ হিসেবে বিবেচিত জিওভান্নি ট্রাপাত্তোনির থেকে একটি শিরোপা কম জিতেছেন এ্যালেগ্রি। এসি মিলানের হয়ে বাকি লীগ শিরোপাটা জয় করেছেন এ্যালেগ্রি। রেকর্ড গড়া উচ্ছ্বসিত রোনাল্ডো বলেন, এটা একটি দারুণ মৌসুম। আমি এখানকার (তুরিন) পরিবেশের সঙ্গে ভালভাবেই মানিয়ে নিতে পেরেছি। লীগ ও ইতালিয়ান সুপার কাপ এবার জিতেছি যা এক সঙ্গে জয় করা মোটেই সহজ কাজ নয়। চ্যাম্পিয়ন্স লীগে আমি ভাল খেলতে পারিনি। কিন্তু আগামী বছর সম্পূর্ণ নতুনভাবে নিজেকে ফিরিয়ে নিয়ে আসব। সমর্থকরাও আমার কাছে এটাই প্রত্যাশা করে। এক হাজার ভাগ নিশ্চিতভাবে বলতে চাই আমি জুভেন্টাসেই আছি।
×