ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কালভার্ট ভেঙ্গে যান চলাচল বন্ধ

প্রকাশিত: ১১:৫০, ২৩ এপ্রিল ২০১৯

কালভার্ট ভেঙ্গে যান চলাচল বন্ধ

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ অবৈধভাবে বালু উত্তোলন করে ট্রাক্টরের ট্রলিতে ওই বালু পরিবহনের কারণে নীলফামারীর কিশোরীগঞ্জ উপজেলার চাঁদখানা ইউনিয়নের সরঞ্জাবাড়ি ও নগরবন গ্রামীণ সড়কের ওপর নির্মিত একটি কালর্ভাট ভেঙ্গে গেছে। রবিবার বিকেলে এ ঘটনার পর ওই গ্রামীণ সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। সোমবার এলাকাবাসী অভিযোগ করে জানায় উপজেলার সদর ইউনিয়নের ইসমাইল গড়েরপাড় গ্রামের মৃত আবদুস সালাম মিয়ার ছেলে বালু ব্যবসায়ী সেলিম মিয়া এক বছর হতে যমুনেশ্বরী নদী থেকে অবৈধভাবে বোমা মেশিন দিয়ে বালু উত্তোলন করে স্তূপ করে রাখে। প্রতিদিন ট্রাক্টরের ট্রলিতে করে বালু বিক্রি ও পরিবহনে ওই গ্রামের সড়কের কালর্ভাটের ওপর দিয়ে যাতায়াত করে। রবিবার বিকেলে বালু পরিবহনের সময় কালভার্ট ভেঙ্গে যায়। বালু ব্যবসায়ী সেলিম মিয়া এ ঘটনা অস্বীকার করে বলেন, ট্রাক্টরে করে বালু পরিবহনে কালভার্টটি ভেঙ্গে যায়নি। রবিবার বিকেলে ওই সড়ক দিয়ে একটি ইটের ট্রাক যাওয়ার কারণে কালভার্ট ভেঙ্গে গেছে। সিলেটে পুত্র হত্যার দায় স্বীকার স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ জৈন্তাপুরে নিজের শিশু পুত্রকে হত্যাকারী পিতা আটকের পর পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিজের ১১ মাস বয়সী সন্তানকে হত্যার দায় স্বীকার করেছে। গত শুক্রবার জৈন্তাপুর উপজেলার একটি ফিশারি থেকে ১১ মাস বয়সের শিশু মুরসালিনের লাশ উদ্ধারের পর শনিবার জৈন্তাপুর মডেল থানায় শিশুর মা বিলকিছ বেগম মামলা দায়ের করেন।
×