ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ঠাকুরগাঁওয়ে মহিলা পরিষদের বহিষ্কৃত সদস্যদের সংবাদ সম্মেলন

প্রকাশিত: ১১:৫০, ২৩ এপ্রিল ২০১৯

ঠাকুরগাঁওয়ে মহিলা পরিষদের বহিষ্কৃত সদস্যদের সংবাদ সম্মেলন

নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও, ২২ এপ্রিল ॥ বাংলাদেশ মহিলা পরিষদ কেন্দ্রীয় কমিটি সম্প্রতি ঠাকুরগাঁও জেলা মহিলা পরিষদের ছয় সদস্যকে বহিষ্কার ও কমিটি বাতিল করেছে। এই বহিষ্কার ও কমিটি বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে এবং এই সিদ্ধান্তকে অগঠনতান্ত্রিক উল্লেখ করে সোমবার সংবাদ সম্মেলন করেছে বহিষ্কৃত সদস্যগণ। ঠাকুরগাঁও প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এ সংবাদ সম্মেলনে পরিষদের বহিষ্কৃত সদস্য এ্যাডভোকেট জাকিয়া সুলতানা মিঠু লিখিত বক্তব্যে জানান, আমরা নারী মুক্তি আন্দোলনসহ সমাজের অবহেলিত নারীদের উন্নয়নে বিশেষ ভূমিকা পালন করে আসছিলাম। মহিলা পরিষদ ঠাকুরগাঁও শাখাকে আরও গতিশীল ও দুর্নীতিমুক্ত করতে সম্প্রতি এই সংগঠনের সাধারণ সম্পাদক সুচরিতা দেবীর স্বেচ্ছাচারিতা, আর্থিক অনিয়ম, স্থবিরতা ও অসামাজিক কার্যকলাপের কথা উল্লেখ করে কেন্দ্রে অভিযোগ দাখিল করি। অথচ অভিযুক্ত সাধারণ সম্পাদকের বিরুদ্ধে কোন ব্যবস্থা না নিয়ে এবং আমাদের কারণ দর্শানোর ও আত্মপক্ষ সমর্থনের কোন সুযোগ না দিয়ে সম্পূর্ণ বেআইনীভাবে আমাদের কাছে বহিষ্কারের সিদ্ধান্ত পাঠানো হয়েছে।
×