ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মামলা নেয়ার দাবিতে লাশ নিয়ে সড়ক অবরোধ

প্রকাশিত: ১১:৪৮, ২৩ এপ্রিল ২০১৯

মামলা নেয়ার দাবিতে লাশ নিয়ে সড়ক অবরোধ

নিজস্ব সংবাদদাতা, ঝিনাইদহ, ২২ এপ্রিল ॥ শৈলকুপায় স্বামী-শাশুড়ির বিরুদ্ধে গৃহবধূ সোনিয়া খাতুনকে (১৮) হত্যার অভিযোগ ও থানায় হত্যা মামলা দায়েরের দাবিতে লাশ নিয়ে সড়ক অবরোধ করেছে নিহতের স্বজনরা। সোমবার সকালে শৈলকুপা উপজেলার ভাইট বাজারে মহাসড়কে লাশ রেখে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়ক অবরোধ করে। নিহতের স্বজনরা অভিযোগ করেন, প্রেমের সর্ম্পকের জেরে প্রায় একবছর আগে উপজেলার গোয়ালখালি গ্রামের ফিরোজ হোসেনের মেয়ে সোনিয়া খাতুনের বিয়ে হয় একই গ্রামের বাদশা হোসেনের ছেলে সজিবের সঙ্গে। বিয়ের পর থেকে সোনিয়াকে বিভিন্ন সময় নির্যাতন করে আসছিল শ্বশুরবাড়ির লোকজন। এরই জের ধরে রবিবার সকালে সোনিয়াকে হত্যা করে গলায় ওড়না দিয়ে ঘরে ঝুলিয়ে রেখে ঘরে তালা দিয়ে পালিয়ে যায় পরিবারের লোকজন। খবর পেয়ে নিহতের পিতা-মাতা পুলিশে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। বিদ্যুতস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ মণিরামপুরে অন্যের বাড়িতে বিচালি কাটতে গিয়ে জামাল হোসেন (৪১) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার সকাল দশটার দিকে উপজেলার ইত্যা কলোনিপাড়ায় এই দুর্ঘটনা ঘটে। নিহত জামাল হোসেন ওই গ্রামের হাবিবুল্লাহ হাবুর ছেলে। তিনি বাড়ি বাড়ি গিয়ে বিদ্যুতচালিত মেশিনে বিচালি কাটার কাজ করতেন। বিদ্যুতস্পর্শে জামালের মৃত্যু হয়েছে বলে ধারণা এলাকাবাসীর।
×