ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

নুসরাত হত্যার বিচার দাবি

প্রকাশিত: ১১:৪৭, ২৩ এপ্রিল ২০১৯

নুসরাত হত্যার বিচার দাবি

জনকণ্ঠ ডেস্ক ॥ নুসরাত জাহান রাফিসহ সকল হত্যা-ধর্ষণের দ্রুত বিচার এবং নারী ও সংখ্যালঘুদের ওপর হামলার প্রতিবাদে সোমবার সারাদেশে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদের পাঠানোÑ যশোর ॥ ফেনীর সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার শিক্ষার্থী নুসরাত জাহান রাফিকে নির্যাতন ও হত্যার বিচার এবং নারী ও সংখ্যালঘুদের ওপর সহিংসতা বন্ধের দাবিতে যশোরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের যশোর জেলা ও সদর উপজেলার উদ্যোগে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে সোমবার বেলা ১১টায় প্রেসক্লাব যশোরের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঘণ্টাব্যাপী মানববন্ধনে সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের যশোর জেলা কমিটির সভাপতি অসীম কু-ু, সাধারণ সম্পাদক যোগেশ দত্ত প্রমুখ। গাজীপুর ॥ গাজীপুরে মহানগর পূজা উদযাপন পরিষদ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও উদীচী শিল্পীগোষ্ঠী পৃথক মানববন্ধন কর্মসূচী পালন করেছে। সোমবার দুপুরে নগরের জয়দেবপুরের রাজবাড়ী সড়কের কালীমন্দিরের সামনে গাজীপুর মহানগর পূজা উদযাপন পরিষদের উদ্যোগে মানববন্ধন কর্মসূচী পালিত হয়। এতে মহানগর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অরুণ সাহা, কোষাধ্যক্ষ দিলীপ সরকার, শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে আবাসিক চিকিৎসক প্রণয় কুমার দাস, মানিক দাস, মনীন্দ্র ম-ল, অখিল পাল প্রমুখ উপস্থিত ছিলেন। এদিকে প্রায় একই সময় শহরের পৌর সুপার মার্কেটের সামনে উদীচী’র জেলা সভাপতি ডাঃ রতিশ কুমার দেবনাথের সভাপতিত্বে মানববন্ধন অনুষ্ঠিত হয়। গোপালগঞ্জ ॥ মুন্সীগঞ্জের সেতু ম-ল, গাজীপুরের মনিকা গোমেজ ও ফেনীর নুসরাত হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবিসহ নারী নির্যাতন বন্ধের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ পূজা উদ্্যাপন পরিষদ। সোমবার বেলা ১১টায় গোপালগঞ্জ শহরে স্থানীয় প্রেসক্লাবের সামনে সংগঠনের জেলা শাখা আয়োজিত ঘণ্টাব্যাপী মানববন্ধনে অংশ নেন সর্বস্তরের জনগণ। বরিশাল ॥ নারীর প্রতি সহিংসতা রোধ, ফেনীর নুসরাত জাহান রাফি, মুন্সীগঞ্জের সেতু ম-ল, গাজীপুরের সেলিমা গোমেজের হত্যাকারীদের এবং বরিশালের কাকন রানীর ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি ও সব সহিংসতার প্রতিবাদে বরিশালে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে। বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদের জেলা ও মহানগর কমিটির উদ্যোগে সোমবার বেলা ১১টায় নগরীর সদর রোডে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচী চলাকালীন সময় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি মানিক মুখার্জী। কুড়িগ্রাম ॥ বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুড়িগ্রাম জেলা শাখার উদ্যোগে সোমবার দুপুরে শহরের জিরো পয়েন্ট এলাকায় অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচীতে বিভিন্ন সংগঠন অংশ নেয়। বক্তব্য রাখেন পৌর মেয়র আব্দুল জলিল, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুড়িগ্রাম জেলা শাখার সাধারণ সম্পাদক রবি বোস, সাংবাদিক এসএম ছানালাল বকসী, সাধারণ সম্পাদক অলক সরকার, এ্যাডভোকেট আব্রাহাম লিংকন, উপাধ্যাক্ষ উদয় শংকর চক্রবর্তী, বিশিষ্ট ব্যবসায়ী দুলাল চন্দ্র রায়, সাবেক পৌর চেয়ারম্যান কাজিউল ইসলাম, ’৭১’র ঘাতক-দালাল-নির্মূল কমিটির সাধারণ সম্পাদক দুলাল বোস, সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহ্বায়ক শ্যামল ভৌমিক প্রমুখ। নীলফামারী ॥ নারীর প্রতি সহিংসতা রোধে নীলফামারী জুড়ে মানববন্ধন ও সমাবেশ করেছে জেলা ও উপজেলা পূজা উদ্যাপন পরিষদ। সোমবার বেলা ১১টার দিকে শহরের চৌরঙ্গী মোড়ে ডোমার উপজেলার বাজার সড়কে ও জলঢাকা উপজেলার জিরোপয়েন্ট সড়কে ঘণ্টাব্যাপী ওই মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। গাইবান্ধা ॥ সোমবার গাইবান্ধা শহরের ডিবি রোডে এক মানববন্ধন কর্মসূচী পালিত হয়। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রীস্টান ঐক্য পরিষদ জেলা শাখা এই মানববন্ধন কর্মসূচীর আয়োজন করে। এছাড়া বাগেরহাট, পাবনা, নওগাঁ, শেরপুর ও জামালপুরে নুসরাতসহ সকল হত্যা ও ধর্ষণের প্রতিবাদে মনববন্ধন কর্মসূচী পালন করা হয়।
×