ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নোয়াখালীতে জরাজীর্ণ ভবনে পাঠদান ॥ দুর্ঘটনার আশঙ্কা

প্রকাশিত: ১১:৪৫, ২৩ এপ্রিল ২০১৯

নোয়াখালীতে জরাজীর্ণ ভবনে পাঠদান ॥ দুর্ঘটনার আশঙ্কা

নিজস্ব সংবাদদাতা, নোয়াখালী, ২২ এপ্রিল ॥ নোয়াখালীর সদর উপজেলার ২ নম্বর দাদপুর ইউনিয়নে হুগলী হাজী নছির মিয়া প্রাথমিক বিদ্যালয় জরাজীর্ণ হয়ে পড়েছে। এটি প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে সংস্কার করা হয়নি। ছাত্রছাত্রীরা ঝুঁকির মধ্যে পড়ালেখা চালিয়ে যাচ্ছে। এই গ্রামে আর কোন প্রাথমিক বিদ্যালয় নেই। ২০ বছর পূর্বে সরকার একটি পাকা বিদ্যালয় ভবন নির্মাণ করে। পরবর্তীতে এটি সরকারীকরণ করা হয়। বর্তমানে বিদ্যালয়ে ৫ শিক্ষক ও ২৫০ ছাত্রছাত্রী আছে। সরেজমিনে দেখা যায়, বিদ্যালয়ে স্থান সংকুলান না হওয়ায় বারান্দায় কোন রকমে পাঠ দান করা হচ্ছে। ভবনটি বর্তমানে জরাজীর্ণ অবস্থায় আছে। ভবনের ভেতরে কোন কোন জায়গায় পাকা আস্তর ভেঙ্গে পড়ছে। ছাদ ধসে যে কোন সময় ছাত্রছাত্রীর প্রাণহানি ঘটতে পারে। শিক্ষকগণ জানান, পূর্বের প্রতিষ্ঠাতা ছাত্রছাত্রীর পড়াশোনার জন্য বেঞ্চ, টেবিল, চেয়ার ইত্যাদি ব্যবস্থা করেন। ভালুকায় মূর্তি উদ্ধার নিজস্ব সংবাদদাতা, ভালুকা, ময়মনসিংহ, ২২ এপ্রিল ॥ ভালুকা উপজেলার পাড়াগাঁও গুচ্ছ গ্রামে পুকুর খনন করতে গিয়ে রবিবার দুপুরে বিশাল আকৃতির প্রায় ২৬ কেজি ওজনের ১টি পাথরের মূর্তি উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে মূর্তিটি কষ্টি পাথরের তৈরি। স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার পাড়াগাঁও গুচ্ছগ্রামে পুরাতন পুকুর খনন করতে গিয়ে এক বিশাল আকারের মূর্তি দেখেন শ্রমিকরা। পুলিশ মূর্তিটি উদ্ধার করেছে। স্থানীয়দের ধারণা ওই এলাকায় প্রায় ১২শ’ বছর আগে হিন্দু জমিদারের বাড়ি ছিল। মূর্তিটি ওই সময়ে তৈরি হয়ে থাকতে পারে। তিন সদস্যের ইসলাম ধর্ম গ্রহণ নিজস্ব সংবাদদাতা, পটুয়াখালী, ২২ এপ্রিল ॥ একই পরিবারের তিন সদস্য সনাতন ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। রবিবার দুপুরে পটুয়াখালী ৩ আদালত ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শিহাব উদ্দিনের আদালতে দুজন আনুষ্ঠানিকভাবে নোটারী পাবলিকের মাধ্যমে নাম ও ধর্ম পরিবর্তন করেন। এরা হলেন, পটুয়াখালী সদর উপজেলার টাউন বহাল গাছিয়া এলাকার বাসিন্দা বর্তমান নাম মোঃ ফুয়াদ হাসান পূর্বের নাম শ্যামল চন্দ্র শীল (২৭) ও মোসাঃ জান্নাত আরা পূর্বের নাম রীতা রানী ও তাদের শিশুসন্তান মোহাম্মদ গনি (২) পূর্বের নাম প্রিতম চন্দ্র শীল। জানা গেছে, রবিবার সকাল সাড়ে ৮ টায় টাউন বহাল গাছিয়া গাজীবাড়ি বায়তুল মামুর জামে মসজিদের ইমাম মাওলানা মনোয়ার হোসাইন হুমাঈদীর মাধ্যমে কালেমা পাঠ করে মুসলিম ধর্ম গ্রহণ করে।
×