ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

গফরগাঁওয়ে বালু মহালের টাকা নিয়ে সংঘর্ষ ॥ আহত ১১

প্রকাশিত: ১১:৪১, ২৩ এপ্রিল ২০১৯

গফরগাঁওয়ে বালু মহালের টাকা নিয়ে সংঘর্ষ ॥ আহত ১১

নিজেস্ব সংবাদদাতা, গফরগাঁও, ময়মনসিংহ, ২২ এপিল ॥ গফরগাঁওয়ে বালু মহালের ইজারার টাকা আদায় নিয়ে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে গুলি ও দেশীয় অস্ত্রের আঘাতে ১১ জন আহত হয়েছে। আহতদের মধ্যে দুই জনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল, দুইজনকে ঢাকা পঙ্গু হাসপাতাল এবং দুইজনকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটে রবিবার সন্ধ্যায় পৌর শহরের জামতলা মোড়স্থ যুবলীগের অস্থায়ী কার্যালয়ের সামনে। এ সময় ১০টি মোটরসাইকেল ভাংচুর করে একটিতে অগ্নিসংযোগ করা হয়। জানা যায়, পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়ক তাজমুন আহমেদের সঙ্গে ব্রহ্মপুত্র নদের বালু উত্তোলনের ইজারার টাকা নেয়াকে কেন্দ্র করে উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক এমএ কাওসার, উপজেলা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান সানিলের সঙ্গে রবিবার বিকেলে স্থানীয় চাঁদনী সিনেমা হল মোড় এলাকায় উভয়ের মধ্যে বাগ্বিত-া হয়। এর জের ধরে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জামতলা মোড়ে যুবলীগের অস্থায়ী কার্যালয়ের সামনে কাওসার ও সানিল গ্রুপ তাজমুন গ্রুপ সংঘর্ষে জড়িয়ে যায়। এ সময় পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়ক তাজমুন আহমেদ, পৌর যুবলীগ সদস্য হৃদয়, বিপুল, তারা মিয়া, মোস্তাকিম গুলিবিদ্ধ ও রামদা কুপে মারাত্মকভাবে আহত করা হয়। এ ছাড়াও সোহেল, নাঈম, রাজন, মাসুদ, রুস্তম ও সোহাগ দায়ের কুপে আহত হয়। ঘটনার সময় হামলাকারীরা ১০টি মোটরসাইকেল কুপিয়ে ভাংচুর করে একটিতে আগুন ধরিয়ে দেয়। সিরাজগঞ্জে আহত ১০ স্টাফ রিপোর্টার সিরাজগঞ্জ থেকে জানান, জেলার কাজীপুরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে রবিবার সন্ধ্যায় দুই পক্ষের সংঘর্ষে মহিলাসহ ১০ জন আহত হয়েছে। সংঘর্ষ এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আহতদের মধ্যে সোহেল রানা বিপু, জাহাঙ্গীর আলম, বিলকিস বেগম, শিল্পী খাতুন ও জুয়েল রানাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গেছে, কাজীপুর পৌর এলাকার বেড়ি পোটল বাসস্ট্যান্ড এলাকার চান্দু শেখের স্ত্রী জরিনা খাতুনের সঙ্গে তার ভাসুর কোরবান আলীর জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এ ঘটনায় একাধিকবার সালিশ বৈঠক অনুষ্ঠিত হলেও সমাধান হয়নি। এরই জের ধরে রবিবার সন্ধ্যায় উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এ সময় জরিনা খাতুনের সমর্থকরা কোরবান আলীর বাড়ি ও তার সমর্থকদের বাড়িতে হামলা করে ভাংচুর করা হয়। এতে বাড়ির লোকজন বাঁধা দিলে তাদের ওপর হামলা করে আহত করা হয়। গুরুতর আহত ৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে উভয় পক্ষের সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়ে।
×