ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বিএসআরএফের এডহক কমিটি গঠন

প্রকাশিত: ১১:৪০, ২৩ এপ্রিল ২০১৯

বিএসআরএফের এডহক কমিটি গঠন

স্টাফ রিপোর্টার ॥ সচিবালয়ে কর্মরত সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের (বিএসআরএফ) বর্তমান কার্যনির্বাহী কমিটি বাতিল করে এডহক কমিটি গঠন করা হয়েছে। সময়ের আলোর বিজনেস এডিটর শাহনেওয়াজ করিমকে আহ্বায়ক করে শুক্রবার ফোরামের দ্বি-বার্ষিক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এই কমিটি গঠন করা হয়। রাজধানীর ইস্কাটনের বিয়াম মিলনায়তনে দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এডহক কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন যুগান্তরের ডেপুটি এডিটর এহসানুল হক বাবু, আহমেদ দীপু, সদ্য সাবেক কমিটির সভাপতি শ্যামল সরকার ও সাধারণ সম্পাদক মহসীন আশরাফ। এই কমিটি নতুন কার্যনির্বাহী কমিটি গঠনে আগামী ২ মাসের মধ্যে নির্বাচনের আয়োজন করবে। তারা ভোটার তালিকাও চূড়ান্ত করবে। সিডনিতে বাংলাদেশী নারী খুন বিডি নিউজ ॥ অস্ট্রেলিয়ার সিডনিতে এক বাংলাদেশী নারীর লাশ উদ্ধারের পর হত্যায় জড়িত সন্দেহে তার স্বামীকে গ্রেফতার করেছে নিউ সাউথওয়েলস পুলিশ। স্থানীয় সময় রবিবার ভোরে সিডনির মিন্টো এলাকার একটি বাড়ি থেকে সাইদ নিরুপমা (৩৮) নামে ওই বাংলাদেশী নারীর লাশ উদ্ধার করে। পাশাপাশি তাকে হত্যায় জড়িত সন্দেহে একই বাড়ি থেকে নিহতের স্বামী আলতাফ হোসেনকে (৪৯) গ্রেফতার করা হয়। পুলিশ জানিয়েছে, বাংলাদেশী ওই দম্পতির ধস্তাধস্তি ও হট্টগোলের আওয়াজ শুনে প্রতিবেশীরা পুলিশের ইমার্জেন্সিতে খবর দেয়ার পরপরই তারা ঘটনাস্থলে গিয়ে নিরুপমাকে মৃত অবস্থায় পান। ঘটনাস্থলে ওই দম্পতির ৬ ও ১০ বছর বয়সী দুটি সন্তানকে ঘুমন্ত ও অক্ষত অবস্থায় পাওয়া যায় বলে জানিয়েছে পুলিশ। আহত অবস্থায় আটকের কারণে আলতাফকে স্থানীয় ফেয়ারফিল্ড হাসপাতালে ভর্তি করেছে পুলিশ। নিউ সাউথ ওয়েলস পুলিশ ঘটনার তদন্ত করছে।
×