ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বিএনপি নেতা সাবেক মন্ত্রী ব্যারিস্টার আমিনুল হক আর নেই

প্রকাশিত: ১১:৩৭, ২৩ এপ্রিল ২০১৯

বিএনপি নেতা সাবেক মন্ত্রী ব্যারিস্টার আমিনুল হক আর নেই

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান, রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনের সাবেক সাংসদ ও মন্ত্রী ব্যারিস্টার আমিনুল হক ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি... রাজিউন)। রবিবার সকাল সাড়ে ৯টায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর। তিনি স্ত্রী, পুত্র, কন্যা, ৭ ভাই ও ১ বোনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি ইউনাইটেড হাসপতালের সিসিইউতে লাইফ সাপোর্টে ছিলেন। তার মৃত্যুতে তানোর-গোদাগাড়ী আসনের বিএনপি নেতাকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। বিভিন্ন সময় বাংলাদেশ সরকারের মন্ত্রী ও প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন ব্যারিস্টার আমিনুল হক। চলতি মাসেই ক্যান্সারের উন্নত চিকিৎসার জন্য তিনি সিঙ্গাপুরে যান। সিঙ্গাপুরের চিকিৎসকরা অপারগতা প্রকাশ করে তাকে ঢাকায় ফেরত পাঠান। এরপর থেকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালের সিসিইউতে লাইফ সাপোর্টে ছিলেন। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বিএনপির বর্ষীয়ান এই নেতা নিজ এলাকা রাজশাহীর তানোর-গোদাগাড়ীতে ব্যাপক জনপ্রিয় ছিলেন। জনপ্রিয়তার কারণে তিনবার সাংসদ নির্বাচিত হন। বিএনপি সরকারের সংস্থাপন প্রতিমন্ত্রী এবং ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পালন করেন। ব্যারিস্টার আমিনুল হকের চাচাতো ভাই মোঃ আতাউর রহমান বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর তিনি একাধিকবার অসুস্থ হয়ে পড়েন। ফলে তাকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসার জন্য নেয়া হয়। সর্বশেষ গত ১১ মার্চ ওই হাসাপাতাল তাকে ফেরত পাঠানোর পর থেকেই ঢাকার ইউনাইটেড হাসপাতালে লাইফ সাপোর্টে ছিলেন তিনি। এদিকে ব্যারিস্টার আমিনুল হকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে রাজশাহী জেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠন। জেলা বিএনপির সভাপতি এ্যাডভোকেট তোফাজ্জল হোসেন তপু শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ও মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন। এছাড়াও তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি ও রাজশাহী-১ আসনের বর্তমান সাংসদ ও জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ ওমর ফারুক চৌধুরী। সোমবার বাদ আসর পারিবারিক কবরস্থানে ব্যারিস্টার আমিনুল হক চিননিদ্রায় শায়িত হন।
×