ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নেত্রকোনার দুই রাজাকারের মামলার রায় ঘোষণার অপেক্ষা

প্রকাশিত: ১১:১৫, ২৩ এপ্রিল ২০১৯

নেত্রকোনার দুই রাজাকারের মামলার রায় ঘোষণার অপেক্ষা

স্টাফ রিপোর্টার ॥ একাত্তরে মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে নেত্রকোনার দুই রাজাকারের মামলার রায় ঘোষণার অপেক্ষায় রয়েছে। এ মামলার আসামিরা হলেন হেদায়েত উল্লাহ ওরফে মোঃ হেদায়েতুল্লাহ ওরফে আঞ্জু ও সোরহাব ফকির। প্রসিকিউশন পক্ষ আশা করছে শীঘ্রই এ মামলার রায় ঘোষণা হতে পারে। গত ৭ মার্চ উভয় পক্ষের শুনানি শেষে রায় ঘোষণার জন্য ট্রাইব্যুনাল সিএভি রাখে। অন্যদিকে মানবতাবিরোধী অপরাধের মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম এবং জাতীয় পার্টির সাবেক প্রতিমন্ত্রী সৈয়দ মোহাম্মদ কায়সারের আপীল শুনানি ১৮ জুন। আপীল বিভাগ ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ আদেশ প্রদান করেছে। নেত্রকোনার হেদায়েতুল্লাহ ওরফে আঞ্জু ও সোরহাব ফকির এই দুই রাজাকারের বিরুদ্ধে দায়ের করা মামলার রায় ঘোষণার অপেক্ষায় রয়েছে। এটি হবে ট্রাইব্যুনালের ৩৭তম রায়। ৭ মার্চ উভয় পক্ষের শুনানি শেষ রায় ঘোষণার জন্য চেয়ারম্যান বিচারপতি মোঃ শাহিনুর ইসলামের নেতৃত্বে তিন সদস্য বিশিষ্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ আদেশ প্রদান করেন। প্রসিকিউটর সাবিনা ইয়াসমিন খান মুন্নি জানান, এ আসামিদের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণ করতে সক্ষম হয়েছি। আশা করছি আসামিদের সর্বোচ্চ শাস্তি দেয়া হবে। এ মামলার তিন আসামির মধ্যে হেদায়েতুল্লাহ পলাতক। আর বিচার চলাকালে এনায়েত উল্লাহ মারা যান। তিনজনের বাড়িই নেত্রকোনার আটপাড়া থানার কুলশ্রীতে। তবে আঞ্জু থাকেন রাজশাহীর বোয়ালিয়া থানার হেতেম খাঁ মেথর পাড়ায়। অপরদিকে সোরহাব ফকির বসবাস করতেন একই জেলার মদন থানার জাহাঙ্গীরপুরে। আসামিদের বিরুদ্ধে আটক, অপহরণ, নির্যাতন, লুণ্ঠন, অগ্নিসংযোগ, হত্যা, গণহত্যা এবং দেশত্যাগে বাধ্যকরণের মতো অপরাধের সন্ধান পাওয়া গেছে। নেত্রকোনার আটপাড়া থানার মধুয়াখারী, মোবারকপুর ও সুখারী গ্রাম এবং মদন থানার মদন গ্রামে তারা এসব অপরাধ সংগঠন করেন। যার ভিত্তিতে এই তিন আসামির বিরুদ্ধে ৬টি অভিযোগ আনা হয়েছে। এদিকে মানবতাবিরোধী অপরাধের মামলায় ফাঁসির দণ্ড প্রাপ্ত জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এটি এম আজহারুল ইসলাম এবং জাতীয় পার্টির সাবেক প্রতিমন্ত্রী সৈয়দ মোহাম্মদ কায়সারের আপীল শুনানি ১৮ জুন। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন চার বিচারপতির আপীল বেঞ্চ এই আদেশ প্রদান করে। আপীল বিভাগে সর্বশেষ ২০১৬ সালের ৩০ আগস্ট মীর কাশেম আলীর মামলার রিভিউ আবেদন খারিজ করে দেয়ার পর নতুন মামলার শুনানি হয়নি। মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেয়া দ-ের বিরুদ্ধে ২৯টি মামলা আপীল শুনানি নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে। এর আগে আপীল বিভাগে ৭টি মামলার নিষ্পত্তি হয়েছে। এই সাতটি মামলার মধ্যে ৬ জনের মৃত্যুদ- বহাল রাখা হয়। পরবর্তীতে ওই ৬ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।
×