ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

রূপগঞ্জে গ্যাস বিস্ফোরণে মৃত তিন

প্রকাশিত: ১১:১৩, ২৩ এপ্রিল ২০১৯

রূপগঞ্জে গ্যাস বিস্ফোরণে মৃত তিন

মোঃ খলিলুর রহমান/মীর আব্দুল আলীম, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ থেকে ॥ রূপগঞ্জের ভুলতা ইউনিয়নের সাঁওঘাট এলাকায় একটি তিনতলা ভবনের নিচতলায় গ্যাসের লাইন লিকেজ থেকে জমে থাকা গ্যাস বিকট শব্দে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময় বাড়ির নিচতলায় আগুন ধরে যায় এবং ওয়াশরুমসহ ৮ কক্ষের চারদিক ভেঙ্গে ধ্বংসস্তূপে পরিণত হয়। এতে শামীম রেজা (২৩), হেলাল বিশ্বাস ওরফে রাকিব (২৫) ও তরিকুল ইসলাম (৩০) নামে তিন শ্রমিকের মৃত্যু হয়। একই ঘটনায় ৪ জন অগ্নিদগ্ধসহ ৭ জন আহত হয়েছে। তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক। বিস্ফোরণের পর বাড়িটি ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে ফায়ার সার্ভিস। ঘটনার পর থেকে ওই বাড়িটি দেখতে দূরদূরান্ত থেকে লোকজন ছুটে আসছে। ঘটনাটি ঘটেছে রবিবার দিবাগত রাত ২টা ৫৫ মিনিটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা-সিলেট মহাসড়কের পাশে উপজেলার সাঁওঘাট এলাকায় রাবেয়া আক্তার মিলি নামের এক আইনজীবীর তৃতীয় তলা ভবনের তিতাস গ্যাসের হাইপ্রেসারের পাইপ লাইন থেকে গ্যাস সংযোগ নেয়া হয়। হাইপ্রেসারের পাইপ লাইন থেকে আবাসিক গ্যাস সংযোগ নেয়া ঝুঁকিপূর্ণ। ওই ভবনটির নিচতলায় স্থানীয় নেক্সট এক্সেসরিস লিমিটেড নামের পোশাক কারখানার শ্রমিকদের কাছে মেস ভাড়া দেয়া হয়। শব-ই-বরাতের কারণে শিল্প কলখারখানা বন্ধ থাকায় গ্যাসের প্রেসার ছিল মাত্রাতিরিক্ত। রাত ২টা ৫৫ মিনিটে নিচতলারফ্ল্যাটে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে নিচ তলার চারপাশের দেয়াল ভেঙ্গে প্রায় ৫০ থেকে ২০০ ফুট দূরে গিয়ে ছিটকে পড়ে। এ সময় পুরো এলাকা কেঁপে ওঠে। পরে স্থানীয়রা ঘটনাস্থলে এসে গুরুতর দগ্ধ অবস্থায় ৬ জনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করেন এবং ৩ জনকে স্থানীয় ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। এদের মধ্যে শামীম রেজা ও হেলাল বিশ^াস ওরফে রাকিবকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসকরা। নিহত শামীম রেজা মেহেরপুর জেলার মজিবনগর থানার কোমরপুর এলাকার দুদু মিয়ার ছেলে ও হেলাল বিশ্বাস ওরফে রাকিব ঝালকাঠি জেলার নলছিটি থানার কয়া এলাকার রহিম বিশ^াসের ছেলে। নিহত দুইজনই স্থানীয় নেক্সট এক্সেসরিস লিমিটেড নামের পোশাক কারখানার শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন। আহত ও দগ্ধরা হলো- নেক্সট এক্সেসরিস লিমিটেড নামের পোশাক কারখানার শ্রমিক তরিকুল ইসলাম, লিয়াকত আলী, হযরত আলী, আরিফ, আনোয়ার হোসেন, ফারুক মিয়া, আরিফুর রহমান। দগ্ধদের মধ্যে লিয়াকত ও আরিফের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
×