ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

দেশের গণতন্ত্র আওয়ামী বাক্সে বন্দী ॥ ড. মোশাররফ

প্রকাশিত: ১১:০৫, ২৩ এপ্রিল ২০১৯

দেশের গণতন্ত্র আওয়ামী বাক্সে বন্দী ॥ ড. মোশাররফ

স্টাফ রিপোর্টার ॥ দেশে অস্বাভাবিক ও শ্বাসরুদ্ধকর অবস্থা বিরাজ করছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেন, দেশের গণতন্ত্র আওয়ামী লীগের বাক্সে বন্দী। দেশের জনগণ নিরাপদ বোধ করছে না। এ ক্রান্তিকাল থেকে উত্তরণের জন্য খালেদা জিয়ার মুক্তির কোন বিকল্প নেই। সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত অবস্থান কর্মসূচীতে অংশ নিয়ে তিনি এ কথা বলেন। স্বাধীনতা ফোরাম নামের সংগঠন ‘খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে রাজনৈতিক মামলা প্রত্যাহারের দাবিতে এই অবস্থান কর্মসূচীর আয়োজন করে। অনুষ্ঠানে বক্তৃতাকালে খন্দকার মোশাররফ হোসেন আরও বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারে আগেই খালেদা জিয়ার মুক্তি আন্দোলন শুরু করতে হবে। গণতন্ত্রের মাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কারাগারে রেখে গণতন্ত্রকে মুক্ত করা যাবে না। আগে দেশনেত্রীকে মুক্ত করতে হবে। আমাদের প্রধান দায়িত্ব দেশনেত্রীকে মুক্তি করা। তার নেতৃত্বে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করা, জনগণের অধিকার প্রতিষ্ঠা করা। তিনি বলেন, দেশ এক ক্রান্তিকাল অতিক্রম করছে। দেশের গণতন্ত্র আওয়ামী লীগের বাক্সে বন্দী, অর্থনীতি লুটেরাদের হাতে, খেলাপীদের হাতে দেশের অর্থনীতি।
×