ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

কুমিল্লায় শব-ই- বরাতের রাতে সহপাঠীদের ছুরিকাঘাতে স্কুলছাত্র খুন

প্রকাশিত: ১১:০৫, ২৩ এপ্রিল ২০১৯

কুমিল্লায় শব-ই- বরাতের রাতে সহপাঠীদের ছুরিকাঘাতে স্কুলছাত্র খুন

নিজস্ব সংবাদদাতা, কুমিল্লা, ২২ এপ্রিল ॥ নগরীতে ফের সহপাঠীদের ছুরিকাঘাতে রবিবার পবিত্র শব-ই-বরাতের রাতে মোন্তাহিন হাসান মিরণ নামের এক স্কুল ছাত্র খুন হয়েছে। নিহত মিরণ কুমিল্লা নগরীর মর্ডান হাইস্কুলের ৮ম শ্রেণীর ছাত্র ছিল। এর আগেও ২০১২ সালের ৩১ ডিসেম্বর রাতে একই স্কুলের ৯ম শ্রেণীর ছাত্র সাঈন জাকারিয়া নিলয় তার সহপাঠীদের ছুরিকাঘাতে খুন হয়েছিল। এছাড়া জেলার হোমনা উপজেলার দুলালপুর চন্দ্রমনি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সেপটিক ট্যাংক থেকে সহপাঠীদের হাতে হত্যার ৫ দিন পর ওই স্কুলের ৯ম শ্রেণীর ছাত্র জাহিদ হাসানের লাশ ২০১৭ সালের ৮ নবেম্বর রাতে উদ্ধার করেছিল পুলিশ। জাহিদ হাসানের সহপাঠীরা তাকে হত্যার পর পরিবারের কাছে ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছিল। তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে কুমিল্লা নগরীতে সর্বশেষ সহপাঠীদের হাতে খুন হয়েছে মিরণ। পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, কিছুদিন আগে কুমিল্লা মর্ডান হাই স্কুলের একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে সিটে বসা নিয়ে মিরণের সঙ্গে তার কয়েকজন সহপাঠীর বিরোধের সৃষ্টি হয়। রবিবার রাতে মিরণ শব-ই-বরাতের নামাজ পড়তে নগরীর ঠাকুরপাড়া এলাকার মদিনা মসজিদে যায়। পুলিশ জানায়, সেখানে নামাজ শেষে মসজিদ থেকে বের হওয়ার পর স্কুলের অনুষ্ঠানে সিটে বসা নিয়ে পূর্ব বিরোধের জের ধরে তার সহপাঠীরা প্রথমে তাকে কিল-ঘুষি মারে এবং একপর্যায়ে এলোপাতারি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা মিরণকে উদ্ধার করে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পর চিকিৎসাধীন অবস্থায় রাত ১২টার দিকে সে মারা যায়।
×