ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কড়া নিরাপত্তায় লোকসভার তৃতীয় দফা ভোট আজ

প্রকাশিত: ১১:০৫, ২৩ এপ্রিল ২০১৯

কড়া নিরাপত্তায় লোকসভার তৃতীয় দফা ভোট আজ

জনকণ্ঠ ডেস্ক ॥ ভারতে লোকসভার নির্বাচনের তৃতীয় দফা ভোটগ্রহণ সামনে রেখে কড়া নিরাপত্তা গ্রহণ করা হয়েছে। শ্রীলঙ্কার রাজধানী কলম্বোয় রবিবার সিরিজ আত্মঘাতী হামলায় প্রায় শ’তিনেক মানুষ নিহত হওয়ার পর নিরাপত্তা প্রশ্নটি বিশেষ গুরুত্ব পাচ্ছে। টাইমস অব ইন্ডিয়া, আনন্দবাজার পত্রিকা ও রয়টার্স। লোকসভা নির্বাচনের প্রথম ও দ্বিতীয় দফা নির্বাচনে ভারতের বিভিন্ন স্থানে হানাহানির ঘটনা ঘটেছে। তৃতীয় দফার আগে সহিংসতা মোকাবেলায় পক্ষপাতিত্বে অভিযুক্ত সাত পুলিশ অফিসারকে বদলির নির্দেশ দিয়েছে দেশটির নির্বাচন কমিশন। মঙ্গলবার রাজ্যে তৃতীয় দফার ভোটগ্রহণ। যে আসনগুলিতে নির্বাচন হবে, তার মধ্যে মুর্শিদাবাদ রয়েছে। সোমবার নির্বাচন কমিশন বদলির যে তালিকা প্রকাশ করেছে, সেখানে মুর্শিদাবাদেরই তিন পুলিশ অফিসারের নাম রয়েছে। কমিশনের বদলির তালিকায় রয়েছে রঘুনাথগঞ্জের আইসি সৈকত রায়, ফরাক্কার আইসি উদয়শঙ্কর ঘোষ, সামশেরগঞ্জের এ্যাসিস্ট্যান্ট সাব ইনস্পেক্টর বিধান হালদার, পশ্চিম বর্ধমানের বারাবনি থানার অজয় ম-ল, অন্ডালের রাজশেখর মুখোপাধ্যায়, উত্তর ২৪ পরগনার বিজপুর থানায় কর্মরত কৃষ্ণেন্দু ঘোষ এবং বাঁকুড়ার বিষ্ণুপুরের এসডিপিও সুমনকান্তি দাসের নাম। বিজেপি, সিপিএম এবং কংগ্রেস প্রত্যেকেই একযোগে তাদের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ জানিয়েছিল নির্বাচন কমিশনের কাছে। রাজ্যে তৃতীয় দফার ভোটকে আরও বেশি গুরুত্ব দিয়ে ৯২ শতাংশ বুথে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার কথা শনিবারেই জানিয়েছিল নির্বাচন কমিশন। ভোটের দিন হিংসা এবং অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলা করতে তারা যে প্রস্তুত, আরও বেশি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করে সেই বার্তাই দিতে চেয়েছিল কমিশন। পুলিশ অফিসারদের বদলি নিয়ে বাবুল সুপ্রিয় বলেন, ‘আমরা অভিযোগ করেছিলাম। অনেক পুলিশ অফিসারেরই নাম দিয়েছিলাম তাতে। আমাদের দেয়া তালিকার মধ্যে দুজনকে সরানো হয়েছে, তার জন্য নির্বাচন কমিশনকে ধন্যবাদ।
×