ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ফকির আলমগীরের নতুন গান

প্রকাশিত: ০৮:৫৮, ২৩ এপ্রিল ২০১৯

ফকির আলমগীরের নতুন গান

স্টাফ রিপোর্টার ॥ শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় সবসময়ই সোচ্চার গণসঙ্গীতশিল্পী ফকির আলমগীর। কখনও গানে আবার কখনও কথনে ধারাবাহিকভাবে প্রতিবাদ করে আসছেন তিনি। মে দিবসের গান কিংবা বিশেষ আয়োজন মানেই শিল্পী ফকির আলমগীর। সেই ধারাবাহিকতায় দীর্ঘ বিরতির পর তার কণ্ঠে যুক্ত হলো শ্রমজীবীদের নিয়ে নতুন একটি গান। ‘ভালবাসা তুমি’ শিরোনামের এই গানটি লিখেছেন লিমন আহমেদ। মুরাদ নূরের সুরে এর সঙ্গীতায়োজন করেছেন অভিজিৎ জিতু। রেকর্ড হয়েছে ১৮ এপ্রিল। চলছে ভিডিও তৈরির কাজ। ভালবাসা তুমি ঘামে ভেজা নোনতা কবিতা/ ভালবাসা তুমি আপসের কাছে বন্দী মানবতা/ ভালবাসা তুমি ক্ষুধার্ত রাতে সখিনার চুম্বন/ ভালবাসা তুমি রোজ রোজ মরে বাঁচার আন্দোলন- এমন কাব্যিক কথায় গাঁথা হয়েছে বিশেষ এই গানটি। কাজটি প্রসঙ্গে ফকির আলমগীর বলেন, দীর্ঘদিন পর বিশেষ দিবসের জন্য মৌলিক গান গাইলাম। এই আয়োজনের পুরো কৃতিত্ব মুরাদ নূরের। ওর শৈল্পিক জ্বালাতনে আমি আনন্দিত। সুরকার ও গানটির উদ্যোক্তা মুরাদ নূর বলেন, সবসময় মানুষের কল্যাণে কাজ করে আনন্দ পাই। বাংলার গণসঙ্গীত মানেই ফকির আলমগীর। অনেকদিনের স্বপ্নের ফসল এই গান। ফকির ভাই, লিমন ও জিতুর প্রতি কৃতজ্ঞতা।
×