ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতির জন্য ভূমিকা রাখতে হবে-

প্রকাশিত: ১২:৪৭, ২১ এপ্রিল ২০১৯

  গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতির জন্য  ভূমিকা রাখতে  হবে-

স্টাফ রিপোর্টার ॥ একাত্তরে গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতির জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়সহ সবাইকে ভূমিকা রাখর আহ্বান জানিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। শনিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে এক অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি। এম্পাওয়ারমেন্ট থ্রু ল্য অব দ্য কমন পিপল ( এলকপ)নামে একটি সংগঠন ১৯৭১ সালে বাংলাদেশে সংঘটিত গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতির প্রয়োজনীয়তা নিয়ে এই স্মারক বক্তৃতার আয়োজন করে। প্রধান অতিথির বক্তৃতায় তিনি আরও বলেন, আমাদের দেশে অপরাধ করে কেউ দোষ স্বীকার করে না। সবাই দাবি করে সে নির্দোষ। যার কারণে ৯০ ভাগ মামলাই বিচারের যাচ্ছে। তিনি বলেন, আমরা শিক্ষিত হচ্ছি, মানসিকতার পরিবর্তন হচ্ছে, এখন যদি এই দোষ স্বীকারের সংস্কৃতি চালু হয় তাহলে মামলা জট থেকে বেরিয়ে আসা সম্ভব হবে। একই সঙ্গে তিনি এদেশে মামলা জট কমিয়ে আনতে কিছু আইনের সংশোধন এবং জনগণের আচরণেও পরিবর্তন আনার কথা বলেন। শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদ মিলনায়তনে আয়োজিত স্মারক বক্তৃতা অনুষ্ঠানে প্রধান বিচারপতি এ কথা বলেন। ১৯৭১ সালে বাংলাদেশে সংঘটিত গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতির প্রয়োজনীয়তা নিয়ে এই স্মারক বক্তৃতার আয়োজন করা হয় । এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন মানবাধিকার কমিশনের সাবেক চেয়ারম্যান ড. মিজানুর রহমান। প্রবন্ধের ওপর আলোচক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাপানীজ স্টাডিজ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আবুল বারকাত। বিশেষ অতিথি ছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর (প্রশাসন) এ্যাডভোকেট জিয়াদ আল মালুম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এলকপের নির্বাহী পরিচালক ব্যারিস্টার তাপস কান্তি বল।
×