ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ডিআইইউ-এর আলোচনা সভা

প্রকাশিত: ১১:৫৩, ২১ এপ্রিল ২০১৯

ডিআইইউ-এর আলোচনা সভা

সম্প্রতি টোব্যাকো কন্ট্রোল এ্যান্ড রিসার্স সেল (টিসিআরসি), ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি উদ্যোগে ঢাকার বিএমএ ভবনের শহীদ ডাঃ শামসুল আলম খান (মিলন) সভাকক্ষে ‘তামাকজাত দ্রব্যের মোড়কের ৯০ শতাংশ এলাকাজুড়ে সচিত্র স্বাস্থ্য সতর্কবাণীর প্রয়োজনীয়তা’ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেলের সমন্বয়কারী ও যুগ্ম সচিব জনাব খলিলুর রহমানের সভাপতিত্বে ওই আলোচনা সভার প্রধান অতিধি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেলের প্রাক্তন সমন্বয়কারী ও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (অব.) এবং টোব্যাকো ফ্রি কিডস এর বাংলাদেশ প্রতিনিধি (এনসিডি) জনাব মোহাম্মদ রুহুল কুদ্দুস। আলোচনা সভায় ‘তামাকজাত দ্রব্যের মোড়কের ৯০ শতাংশ এলাকাজুড়ে সচিত্র স্বাস্থ্য সতর্কবাণীর প্রয়োজনীয়তা’ শীর্ষক মূলপ্রবন্ধ উপস্থাপন করেন টিসিআরসির প্রকল্প কর্মকর্তা ও গবেষণা সহকারী ফারহানা জামান লিজা। টিসিআরসির সদস্য সচিব ও ডিআইইউ-এর ব্যবসায় প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক মোঃ বজলুর রহমানের উপস্থাপনায় ওই আলোচনা সভায় বক্তব্য রাখেনÑ এইড ফাউন্ডেশনের প্রতিনিধি অনিক, ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্টের প্রতিনিধি মাসুম, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের প্রতিনিধি আবরার, ঢাকা আহছানিয়া মিশনের প্রতিনিধি ইমন, নাটাবের প্রতিনিধি খলিল উল্লাহ, জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেলের প্রকল্প কর্মকর্তা জনাব নবীন একরাম এবং তরুণ প্রতিনিধিদের পক্ষে ডিআইইউ-এর বিভিন্ন বিভাগের শিক্ষার্থীবৃন্দ। ক্যাম্পাস প্রতিবেদক
×