ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বিশ্বকাপ ক্রিকেট ২০১৯

সরফরাজদের জন্য ইমরানের মন্ত্র

প্রকাশিত: ১১:৪৪, ২১ এপ্রিল ২০১৯

সরফরাজদের জন্য ইমরানের মন্ত্র

স্পোর্টস রিপোর্টার ॥ ইমরান খান কেবল পাকিস্তানের প্রধানমন্ত্রীই নন, তিনি দেশটির একমাত্র বিশ্বাকাপ জয়ী দলের অধিনায়কও। ১৯৯২ সালে তার নেতৃত্বেই ক্রিকেটে শ্রেষ্ঠত্বের পতাকা উড়িয়েছিল পাকিস্তান। ইংল্যান্ড বিশ্বকাপ সামনে রেখে সেই তিনি এবার গোটা পাকিস্তান দলকে নিজ প্রাসাদে আমন্ত্রণ জানালেন। সরফরাজ আহমেদ, ইমাদ ওয়াসিম, জুনায়েদ খানদের বাতলে দিলেন সাফল্যের জন্য কি করতে হবে। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) পোস্ট করা ছবিতে দেখা যায়, বিশ্বকাপ দলে সুযোগ না পাওয়া মোহাম্মদ আমিরও সেখানে ছিলেন। উপস্থিত ক্রিকেটারদের উদ্দেশে গ্রেট ইমারন বলেন, পুরো জাতি তোমাদের জন্য প্রার্থনা করছে। আন্তর্জাতিক মঞ্চে নিজের দেশকে প্রতিনিধিত্ব করার গর্ব অন্য রকম। তোমরা জাতীয় দূত। তোমাদের দিকে গোটা জাতি তাকিয়ে আছে। তোমাদের ওপর ভরসা করে আছে। বিশ্বকাপের মতো আসরে কিভাবে সফল হওয়া যায় সেই টোটকাটাও বাতলে দিয়েছেন সাবেক এই তারকা, একজন চ্যাম্পিয়ন মাঠে নামে দৃঢ় আত্মপ্রত্যয় ও পরিকল্পনা নিয়ে। দলীয় স্পৃহা জয়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমরা তোমাদের প্রতিভা আর খেলোয়াড়ী মনোভাব ও নৈপুণ্য দিয়ে পাকিস্তানের নাম উজ্জ্বল কর। প্রধানমন্ত্রী নয় বিশ্বজয়ী অধিনায়কের উৎসাহে মুগ্ধ পেসার জুনায়েদ খান বলেছেন, আমার পছন্দের একজন ক্রিকেটার ইমরান খান। তিনি একজন জীবন্ত কিংবদন্তি। প্রথম অধিনায়ক হিসেবে পাকিস্তানকে বিশ্বকাপ ট্রফি উপহার দিয়েছেন। ওনার সঙ্গে দেখা করার সুযোগ পেয়ে আমি ভীষন উজ্জীবিত। ছবিতে দেখা যায় ইমরান খানের দিক দিয়ে সবার ডানে রয়েছেন সদ্য ঘোষিত বিশ্বকাপ দল থেকে বাদ পড়া মোহাম্মদ আমির। এ সময় তাকে হাস্যোজ্জ্বল দেখা গেছে। আমিরের এই উপস্থিতি তার সমর্থকদের আশাবাদী করে তুলবে। কারণ এর আগে প্রধান নির্বাচক ইনজামাম-উল-হক এর আগে সংবাদমাধ্যমকে বলেছেন, ইংল্যান্ড সিরিজে যদি আমির ভাল খেলে তাহলে দলে তার জায়গা হতে পারে। এ জন্য বর্তমান ঘোষিত দলই চূড়ান্ত নয়। আগামী ২৩ মে চূড়ান্ত তালিকা আইসিসির কাছে জমা দেবে পিসিবি। এর আগে বৃহস্পতিবার দল ঘোষণার পর স্কোয়াড থেকে বাদ পড়া পাকিস্তানের অন্যতম সেরা পেসার মোহাম্মদ আমির এক টুইটবার্তায় বলেন, বিশ্বকাপে সুযোগ পাওয়া নিয়ে আমি আশাহত নই। আমার বিশ্বাস ইংল্যান্ড সিরিজে ভাল খেললে বিশ্বকাপে সুযোগ আসবে। বিশ্বকাপে পাকিস্তান ক্রিকেট দলের শুভকামনা জানিয়ে ২৭ বছর বয়সী এই বাঁহাতি পেসার বলেন, বিশ্বকাপ দলের জন্য শুভকামনা, আশাকরি শিরোপা আমাদের ঘরে আসবে। চলুন পাকিস্তান ক্রিকেট দলকে সমর্থন করি।
×