ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

মৃত ঘোড়া থেকে রক্ত

প্রকাশিত: ১১:০৪, ২১ এপ্রিল ২০১৯

মৃত ঘোড়া থেকে রক্ত

মৃত একটি ঘোড়ার শরীর থেকে তাজা রক্ত ও মূত্র খুঁজে পেয়েছেন রাশিয়ার গবেষকরা। তারা দাবি করছেন, বরফে ঢাকা দেশ সার্বিয়ার ভারখনায়স্ক অঞ্চলে ৪২ হাজার বছর আগে ঘোড়ার ওই বাচ্চাটির মৃত্যু হয়েছিল। জীববৈজ্ঞানিক গবেষণার পর জানা গেছে, বিরল প্রজাতির ঘোড়ার বাচ্চাটি আজ থেকে প্রায় ৪২ হাজার বছর আগের। রাশিয়ার ইয়াকুতস্ক অঞ্চলের নর্থইস্টার্ন ফেডারেল বিশ্ববিদ্যালয়ের ম্যামথ জাদুঘরের পরিচালক সেমিওন গ্রেগরিভের ভাষ্য অনুযায়ী, পশুটির শরীর ব্যবচ্ছেদ করে তারা তাজা রক্ত বের করেছেন। তারা প্রত্যাশা করছেন, এটির ক্লোন করে নতুন পশু তৈরি করা যাবে। গত বছর গ্রীষ্মে ম্যামথ শিকারিরা ভারখনায়স্কের বাতাগাইকা নামকস্থানে একটি ভূগর্ভস্থ ও বরফাচ্ছাদিত গর্ত থেকে এটি খুঁজে পেয়েছেন। যেখানে বিরল প্রজাতির মৃত ঘোড়াটি বরফের নিচে চাপা পড়েছিল। গ্রেগরিভ জানান, যখন ঘোড়াটিকে দেখতে পান তখন তারা ধারণা করেছিলেন এটি হয়ত বড়জোর দুই থেকে তিন সপ্তাহ আগে মারা গেছে। তিনি আরও জানান, মৃত ঘোড়াটির যখন ময়নাতদন্ত করা হলো তখন বুঝতে পারলাম এটি বহু বছর ধরে এভাবেই আছে। কিন্তু তার শারীরিক গঠনের কোন পরিবর্তন হয়নি। পশুটির শরীরের বেশিরভাগ অংশ ছিল লোমে আচ্ছাদিত। বিশেষ করে মাথা ও পা। -ওয়েবসাইট
×