ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

নবীন-প্রবীণের শিল্প সম্ভারে উজ্জ্বল চারুকলা উৎসব

প্রকাশিত: ১১:০৪, ২১ এপ্রিল ২০১৯

নবীন-প্রবীণের শিল্প সম্ভারে উজ্জ্বল চারুকলা উৎসব

স্টাফ রিপোর্টার ॥ একই আঙিনার দুই প্রদর্শনালয়ে শুরু হলো বৈচিত্র্যময় প্রদর্শনী। সেখানে ঠাঁই পেয়েছে বিবিধ বিষয়ের চিত্রকর্ম। ছবিগুলো এঁকেছেন নবীন-প্রবীণ থেকে দেশের প্রখ্যাত শিল্পী। অন্যদিকে প্রদর্শনালয়ের বাইরের বারান্দার দেয়ালজুড়ে শিশু শিল্পীদের আঁকা চিত্রকর্ম। এভাবেই বর্ণবহুল হয়ে ধরা দিয়েছে চারুকলা উৎসব শীর্ষক প্রদর্শনী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ১ ও ২ নং জয়নুল গ্যালারিসহ অনুষদের সামনের করিডরে শনিবার থেকে শুরু হলো শিল্পায়োজন। প্রদর্শনীর সব ছবি আঁকা হয়েছিল মার্চ মাসে ঢাকার অদূরে শালবনঘেরা গাজীপুর জেলার ভাওয়াল মির্জাপুর হাজী জমির উদ্দিন স্কুল এ্যান্ড কলেজ মাঠে অনুষ্ঠিত আর্ট ক্যাম্পে। ‘সুন্দর পরিবেশ, শিল্পিত জীবন’ প্রতিপাদ্যে অনুষ্ঠিত চার দিনের ক্যাম্পে অংশ নিয়েছিল গাজীপুরের বিভিন্ন বিদ্যালয়ের দুই শতাধিক শিক্ষার্থী। তাদের সঙ্গে ছবি এঁকেছিলেন দেশের খ্যাতনামা ত্রিশ শিল্পী। সৃষ্টিশীল শিল্পচর্চার মাধ্যমে মানবিক প্রজন্ম গড়ে তোলার তাগিদে চারুকলা উৎসব গাজীপুর উদ্যাপন পরিষদ সেই ক্যাম্পে চিত্রিত ছবি শনিবার বিকেলে চারুকলায় তিন দিনব্যাপী প্রদর্শনীর সূচনা হয়। অনুষদের করিডরে অনুষ্ঠিত প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব সাবেক সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। বিশেষ অতিথির বক্তব্য দেন বরেণ্য শিল্পী রফিকুন নবী, চারুকলা অনুষদের ডিন অধ্যাপক নিসার হোসেন, ইউএনডিপি বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর সুদীপ্ত মুখার্জী, এ¯্রােটেক্স গ্রুপের পরিচালক তামান্না তাহিমনা তানজী। সভাপতিত্ব করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ মোহসীন। আগামীকাল পর্যন্ত শিল্পরসিকরা উপভোগ করতে পারবেন প্রদর্শনীটি। গাজীপুরের শিক্ষার্থী শিল্পীদের কাজের সঙ্গে জয়নুলের নামাঙ্কিত দুই গ্যালারিতে দেখা মিলবে রফিকুন নবী, হামিদুজ্জামান খান, সৈয়দ আবুল বারক্ আলভী, আব্দুস শাকুর শাহ, ফরিদা জামান, মোহাম্মদ ইউনুস, নিসার হোসেন, শিশির ভট্টাচার্য, মনিরুজ্জামান, মোহাম্মদ ইকবাল, শেখ আফজালসহ প্রখ্যাত চিত্রকরদের চিত্রিত চিত্রকর্ম।
×