ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

অপরাধীর মনে পরিণতির ভয় ঢোকাতে হবে ॥ তোফায়েল

প্রকাশিত: ১১:০৩, ২১ এপ্রিল ২০১৯

অপরাধীর মনে পরিণতির ভয় ঢোকাতে হবে ॥ তোফায়েল

নিজস্ব সংবাদদাতা, ভোলা, ২০ এপ্রিল ॥ ফেনীর মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফিসহ একের পর এক ঘটনা উল্লেখ করে সামাজিক অবক্ষয় রোধে সাবেক বাণিজ্যমন্ত্রী, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও ভোলা-১ আসনের সংসদ সদস্য তোফায়েল আহমেদ বলেছেন, এমন আইন করতে হবে যাতে দ্রুত বিচার হয়, অপরাধীদের সাজা হয়। কারণ অপরাধী মনে করে আমি অপরাধ করে পার পেয়ে যাব। অপরাধী যেই হোক তাকে আমরা বিচারের আওতায় এনে সর্বোচ্চ মৃত্যুদণ্ড কার্যকর করব। যেমন স্বাধীনতাবিরোধী মানবতাবিরোধীদের বিচার হয়েছে। তাদের ফাঁসি হয়েছে। এদেরও ফাঁসি দেয়ার জন্য আমাদের নতুন করে আইন করতে হবে। তা হলেই কেবল দৃষ্টান্তমূলক শাস্তি হলে এ অন্যায় অপরাধ থেমে যাবে। শনিবার সকালে ভোলায় জাতীয় স্বাস্থ্যসেবা সপ্তাহের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ভোলা হাসপাতাল চত্বরে ভোলা স্বাস্থ্য বিভাগ আয়োজিত এই অনুষ্ঠানে ভোলা জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিকের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন ভোলা সিভিল সার্জন রথীন্দ্রনাথ মজুমদার। তিনি আরও বলেন, অপরাধীকে মনে করতে হবে আমি অপরাধ করলে আমি পার পাব না। এই অনুভূতি যতক্ষণ না হবে, ততক্ষণ এই অপরাধ থেকে মানুষ মুক্তি পাবে না। তিনি আরও বলেন, প্রধান মন্ত্রী এ বিষয়ে কঠোর ব্যবস্থা নিতে চলেছে। আমাদের পুলিশ প্রশাসন বিভিন্ন স্থান থেকে আসামিদের গ্রেফতার করছে। আমি মনে করি, যারা ছোট ছোট মেয়েদের প্রতি নিষ্ঠুর আচরণ করবে, তাদের আইন করে দ্রুতবিচার করে ফাঁসির কাষ্ঠে ঝুলানো প্রয়োজন। তোফায়েল আহমেদ বলেন, সরকার স্বাস্থ্যসেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়েছে। ’৯৬ সালে শেখ হাসিনার সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়ে গ্রামে গ্রামে কমিউনিটি ক্লিনিক নির্মাণ করেছে। কিন্তু ২০০১ সালে খালেদা জিয়া আমাদের মহৎ এই উদ্যেগটি (কমিউনিটি ক্লিনিক) বন্ধ করে দেয়। ২০০৯ সালে আবার আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসলে বঙ্গবন্ধু কন্যা গ্রামীণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কমিউনিটি ক্লিনিক চালু করে। আমাদের প্রত্যেক থানায় হাসপাতাল রয়েছে। তিনি বলেন, স্বাধীনতার পর আমাদের মাথাপিছু আয় ছিল ৭০ ডলার, আর আজকে হয়েছে ১৯’শ ৯ ডলার। প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ দুর্বার গতিতে এগিয়ে চলছে। সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজকে আন্তর্জাতিক বিশ্বে মর্যাদাশীল নেতা। দ্রুত অর্থনৈতিকভাবে এগিয়ে যাওয়া ৫টি দেশের মধ্যে মধ্যে বাংলাদেশ একটি। সৎ প্রধানমন্ত্রী হিসেবে বিশ্বে ৫ জনের মধ্যে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন। তার নেতৃত্বে আমাদের অনেক অর্জন।
×