ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

দিল্লী কিভাবে জয় করতে হয় তৃণমূল জানে ॥ মমতা ব্যানার্জী

প্রকাশিত: ১১:০২, ২১ এপ্রিল ২০১৯

দিল্লী কিভাবে জয় করতে হয় তৃণমূল জানে ॥ মমতা ব্যানার্জী

জনকণ্ঠ ডেস্ক ॥ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জী শুক্রবার বহরমপুরে এক নির্বাচনী জনসভায় বলেছেন, তৃতীয় শক্তি সরকার গঠন করলে যে দু’তিনটি দল সবচেয়ে বড় ভূমিকা পালন করবে তার মধ্যে তৃণমূল অন্যতম। তিনি স্পষ্ট ভাষায় বলেছেন, দিল্লী কিভাবে জয় করতে হয় সেটি তৃণমূল ভাল করেই জানে। খবর টাইমস অব ইন্ডিয়া, আনন্দবাজার পত্রিকা ও রয়টার্সের। মমতা বলেন, দিল্লী কিভাবে দখল করতে হয় সেটা তৃণমূল জানে। বহরমপুরের সভা থেকে তিনি এ বার্তাটি দেন। অধীর চৌধুরীর (কংগ্রেস এমপি) দুর্গে দাঁড়িয়ে এ দিন মমতা ফের দাবি করেন, মুর্শিদাবাদ জেলায় আরএসএস-এর সাহায্য নিয়ে লড়ছে কংগ্রেস। বিজেপি কিছুতেই ক্ষমতায় ফিরবে না বলে তিনি ফের জোর গলায় দাবি করেছেন এ দিন। আঞ্চলিক দলগুলোকে সঙ্গে নিয়ে তৃণমূলই সরকার গড়বে বলেও মমতা মন্তব্য করেন। মমতা বলেন, ‘আপনার ভোটটা তৃণমূল কংগ্রেসকে দিন। তার কারণ এবারের বাংলা সালটা হচ্ছে ১৪২৬। ১৪২৬, বাংলা চায় বিয়াল্লিশে বিয়াল্লিশ’ এ রাজ্যের সব আসনে জিততে পারলে কেন্দ্রীয় সরকার গঠনে মুখ্য ভূমিকা যে তৃণমূলই নেবে, সে ইঙ্গিতও নিজের ভাষণে মমতা দেন। তিনি বলেন, ‘বিয়াল্লিশটা সিট দিন, দিল্লী কিভাবে কাঁপাতে হয় আমরা জানি। দিল্লী কিভাবে জয় করতে হয় আমরা জানি।’ মোদি ওয়েব সিরিজ বন্ধের নির্দেশ ॥ লোকসভা ভোটের দিন ঘোষণার পরেই রাজনৈতিক নেতাদের নিয়ে বানানো বায়োপিকের ওপর নিষেধাজ্ঞা জারি করে কমিশন। নরেন্দ্র মোদির ওপর বানানো ওয়েব সিরিজটি বন্ধ করে দিল ভারতের নির্বাচন কমিশন। চলতি মাসের গোড়া থেকেই শুরু হয়েছিল ‘এরোস নাও’ ওয়েবসাইটে সিরিজটি শুরু হয়েছিল। যে কারণে প্রজ্ঞা ঠাকুরকে প্রার্থী করা হয়েছে ॥ মালেগাঁও বিস্ফোরণ মামলায় ‘মহারাষ্ট্র কন্ট্রোল অব অর্গানাইজড ক্রাইম’ মামলা থেকে রেহাই পেয়েছেন সাধ্বী প্রজ্ঞা। কিন্তু তার বিরুদ্ধে খুন, খুনের চক্রান্ত, দাঙ্গার চক্রান্ত, সাম্প্রদায়িক হিংসা ও সন্ত্রাসের মতো অভিযোগে এখনও মামলা চলছে। প্রজ্ঞা ঠাকুর আগেই জানিয়েছিলেন তিনি ধর্মযুদ্ধে নেমেছেন। এবার তার সেই বক্তব্য সমর্থন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার একটি টেলিভিশন চ্যানেলকে দেয়া সাক্ষাতকারে মোদি বলেন, ‘পাঁচ হাজার বছরের পুরনো হিন্দু সংস্কৃতির গায়ে যারা সন্ত্রাসী তকমা সেঁটে দিয়েছেন, প্রজ্ঞাকে (ভূপালে একটি আসনে) প্রার্থী করে তাদের উপযুক্ত জবাব দেয়া হয়েছে। তিনি দাবি করেন, গেরুয়া সন্ত্রাস নিয়ে সরব হওয়া কংগ্রেসকে তাদের কৃতকর্মের জন্য চরম মূল্য দিতে হবে। মায়াবতীর সঙ্গে এক মঞ্চে মুলায়ম ॥ ঐতিহাসিক শত্রুতা ভুলে এক মঞ্চে দাঁড়ালেন উত্তরপ্রদেশ রাজনীতির দুই মহারথী মুলায়ম সিংহ যাদব এবং মায়াবতী। শুধু এক মঞ্চে দাঁড়ানোই নয়, মৈনপুরীর সভায় মুলায়মকে প্রশংসাতেও ভরিয়ে দেন সমাজবাদী পার্টি এবং বহুজন সমাজ পার্টি মহাজোটের অন্যতম কা-ারি মায়াবতী। তার নিজের কথাতেই, ‘মুলায়ম সিংহ যাদব পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সত্যিকারের নেতা, মোদির মতো ভুয়ো নন।’ অন্য দিকে দলীয় সমর্থকদের মায়াবতীর পা ছুঁয়ে দেখার পরামর্শ দেন মুলায়ম। কংগ্রেস ছেড়ে শিব সেনায় ॥ কংগ্রেস পার্টির মুখপাত্র প্রিয়াঙ্কা চতুর্ভেদী শুক্রবার পদত্যাগ করেছেন। তিনি নরেন্দ্র মোদির ক্ষমতাসীন দলের মিত্র সংগঠন হিন্দুত্ববাদী শিব সেনায় যোগ দিয়েছেন। তার অভিযোগ কংগেসের পুরুষ সদস্যদের দুর্ব্যবহারের প্রতিবাদ জানিয়েও কোন প্রতিকার পাননি। তার এই পদত্যাগকে কংগ্রেসের জন্য বড় ও বিব্রতকর আঘাত হিসেবে বিবেচনা করা হচ্ছে। মোদিকে ভোট দিলেই ... ॥ উত্তরপ্রদেশের বিজেপি নেতা রঞ্জিত বাহাদুর শ্রীবাস্তব বলেছেন মুসলিমদের এ দেশ থেকে নিশ্চিহ্ন করতে চাইলে মোদিকে ভোট দিতে হবে। বৃহস্পতিবার উত্তরপ্রদেশের বারাবাঁকিতে নির্বাচনী সমাবেশে তিনি ওই মন্তব্য করেন। গাধার পিঠে ইভিএম ॥ মোট ভোটারের সংখ্যা প্রায় ৭শ’। কিন্তু ভোট দেয়ার জন্য তাদের নির্ভর করতে হচ্ছে গাধার ওপর। তামিলনাড়ুর পেন্নাগারামের ধর্মপুরী লোকসভা কেন্দ্রের কোট্টুর গ্রামে বছরের পর বছর ধরে এটাই হয়ে আসছে। লোক নেই। গাড়ি চলাচলের রাস্তা নেই। তাই গাধার পিঠে করে ইভিএম নিয়ে আসা হয় ভোট কেন্দ্রে। চারটি গাধার নাম আবার তামিল সুপারস্টারদের নামে। পশ্চিমবঙ্গ থেকে প্রার্থী হচ্ছেন মোদি ॥ ভারতের লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গ থেকে প্রার্থী হচ্ছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রাজ্যের দক্ষিণ দিনাজপুরে মোদির সভার পরই শুরু হয়েছে এমন জল্পনা। সূত্র জানিয়েছে, পশ্চিমবঙ্গের বাকি আসনগুলোর মধ্যে কোনও একটিতে প্রার্থী হওয়ার জন্য নরেন্দ্র মোদির কাছে আবেদন জানিয়েছে রাজ্য বিজেপি। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম।
×