ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

উপকূলীয় এলাকায় সুপেয় পানির চাহিদা মেটাতে পর্যাপ্ত পুকুর খনন করা হবে ॥ বনমন্ত্রী

প্রকাশিত: ১০:৩০, ২১ এপ্রিল ২০১৯

উপকূলীয় এলাকায় সুপেয় পানির চাহিদা মেটাতে পর্যাপ্ত পুকুর খনন করা হবে ॥ বনমন্ত্রী

নিজস্ব সংবাদদাতা, মংলা, ২০ এপ্রিল ॥ পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন বলেছেন, সুন্দরবন উপকূলীয় এলাকার মানুষ ও পশু-পাখির সুপেয় পানির চাহিদা মেটাতে পর্যাপ্ত পুকুর খনন করে দেয়া হবে। এছাড়া বিশেষ করে মংলা এলাকার নদী ভাঙ্গন রোধসহ জলবায়ু পরিবর্তনজনিত ক্ষতি মোকাবেলায় সব ধরনের প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নের উদ্যোগ নেয়া হয়েছে। শনিবার দুপুরে মংলা বন্দর কর্তৃপক্ষের সম্মেলন কক্ষে খুলনা বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় করণীয় সম্পর্কে স্থানীয় পর্যায়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী এসব কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, সুন্দরবন ও মংলা বন্দর আগের চেয়ে এখন অনেক ভাল অবস্থানে আছে। এই মংলা এক সময়ে মৃত প্রায় ছিল, সেই মৃত বন্দরকে জীবন দান করেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর পদ্মা সেতু হয়ে গেলে এর সুফল শুধু মংলাই নয় সারাদেশই ভোগ করবে। এ মতবিনিময় সভায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার, সচিব আব্দুল্লাহ আল মোহসীন চৌধুরী, অতিরিক্ত সচিব ড. নুরুল কাদির, বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক দীপক কান্তি পাল, মংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান কমডোর একেএম ফারুক হাসান, বাগেরহাট জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাস, পুলিশ সুপার পংকজ চন্দ্র রায় প্রমুখ। গাজীপুরে বারি ভবনে ব্যবসায়ী খুন স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ গাজীপুরে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বারি) আবাসিক ভবনে এক ব্যবসায়ীকে ধারালো অস্ত্রের আঘাতে খুন করেছে দুর্বৃত্তরা। নিহতের নাম আনসারুল হক তালুকদার (৫৫)। সে ময়মনসিংহের ফুলবাড়িয়া থানার বেতবাড়ি এলাকার মুজিবুর রহমানের ছেলে। নিহতের ছেলে মাহিন ও স্থানীয়রা জানান, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটে (বারি) চাকরি করেন আনসারুল হক তালুকদারের স্ত্রী আয়শা সিদ্দিকা। বারির স্টাফ কোয়ার্টারের গোমতি ভবনের তৃতীয় তলায় সপরিবারে বসবাস করেন তারা। দেশে ফিরল নৌবাহিনী জাহাজ সমুদ্র জয় মালয়েশিয়ায় অনুষ্ঠিত লংকাউই ইন্টারন্যাশনাল মেরিটাইম এ্যান্ড এ্যারোস্পেস এক্সিবিশান-২০১৯ এ অংশগ্রহণ শেষে শনিবার চট্টগ্রামে ফিরেছে বাংলাদেশ নৌবাহিনী যুদ্ধজাহাজ সমুদ্র জয়। কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চল রিয়ার এডমিরাল এম আবু আশরাফ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাহাজটিকে আনুষ্ঠানিকভাবে অভ্যর্থনা জানান। খবর বাসস’র। গত ২৬ হতে ৩০ মার্চ মালয়েশিয়ায় এই এক্সিবিশান অনুষ্ঠিত হয় বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ জানানো হয়েছে। আইএসপিআর আরও জানিয়েছে, পাঁচ দিনব্যাপী সমরাস্ত্র প্রদর্শনী ও মহড়ায় বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের নৌবাহিনীর যুদ্ধজাহাজ, যুদ্ধবিমান এবং সামরিক ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
×