ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ঘাটাইলে মুক্তিযোদ্ধা লাঞ্ছিত ॥ বিচার দাবি

প্রকাশিত: ০৯:০৯, ২১ এপ্রিল ২০১৯

ঘাটাইলে মুক্তিযোদ্ধা লাঞ্ছিত ॥ বিচার দাবি

নিজস্ব সংবাদদাতা, টাঙ্গাইল, ২০ এপ্রিল ॥ ঘাটাইলে এক মুক্তিযোদ্ধাকে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। এ বিষয়টি নিয়ে ঘাটাইল থানায় অভিযোগ করতে গেলে কোন প্রতিকার পাননি ওই মুক্তিযোদ্ধা। এমনকি কোন মামলা না করার জন্য পরামর্শ দেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)। পরে শনিবার দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবের বঙ্গবন্ধু অডিটরিয়ামে লাঞ্ছিত মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনির সংবাদ সম্মেলনে এ ঘটনার বিচার দাবি করেন। তিনি লিখিত বক্তব্য বলেন, শুক্রবার একাশি বাজারে নিত্যপ্রয়োজনীয় জিনিস কিনতে যাই। বাজার থেকে ফেরার পথে মাদারিপাড়া কমলাপুর গ্রামের মৃত ইবাদ আলীর ছেলে হাতেম আলী (৫২) আমার গতিরোধ করে অশালীন ও স্বাধীনতাবিরোধী কথাবার্তা বলেন। এ সময় আমি এর প্রতিবাদ করায় একপর্যায়ে হাতেম আলী ক্ষিপ্ত হয়ে আমাকে মারপিট করে এবং পকেটে থাকা ১২ হাজার টাকা ছিনিয়ে নেয়। পরে এই ঘটনায় দিঘলকান্দি ও পার্শ্ববর্তী ইউনিয়নের মুক্তিযোদ্ধারা দিঘলকান্দি ইউপি চেয়ারম্যানের কাছে বিচার দাবি করেন। পরে চেয়ারম্যান নজরুল ইসলাম ঘাটাইল পুলিশকে অবগত করেন। এ অবস্থায় ঘাটাইল মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের কমান্ডার তোফাজ্জল হোসেনসহ মুক্তিযোদ্ধারা ঘাটাইল থানার ওসি মাকসুদুল আলমের কাছে বারবার যোগাযোগ করলেও এ বিষয়ে কোন আইনগত পদক্ষেপ না নিয়ে বিভিন্নভাবে টালবাহানা শুরু করেন। সংবাদ সম্মেলনে মুক্তিযোদ্ধা হায়দার আলী, হামিদুল হক, মঞ্জুর হোসেন খান, গোলাপ হোসেন খান, দিঘলকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইকবাল হোসেন খান প্রমুখ উপস্থিত ছিলেন। জয়পুরহাটে দম্পতি হত্যায় জড়িতদের গ্রেফতার দাবি নিজস্ব সংবাদদাতা, জয়পুরহাট, ২০ এপ্রিল ॥ জয়পুরহাটের মাড়োয়ারি দম্পতি হত্যাসহ ডাকাতি মামলার আসামিদের দ্রুত গ্রেফতার ও তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জয়পুরহাট পূর্ববাজার কাপড় ব্যবসায়ী মালিক সমিতির আয়োজনে মানববন্ধন কর্মসূচী পালিত হয়। শনিবার কেন্দ্রীয় মসজিদের সামনে শহরের প্রধান সড়কে বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঘণ্টাব্যপী এ মানববন্ধনে শহরের বিভিন্ন প্রকার ব্যবসায়ী, এলাকাবাসী ও নিহতের স্বজনরা অংশগ্রহণ করেন। এ সময় বক্তব্য রাখেন, নৃপেন্দ্রনাথ ম-ল পিপি, উপজেলা ভাইস চেয়ারম্যান অশোক কুমার ঠাকুর, পৌর কমিশনার মুক্তারাম দাস, পূর্ববাজার কাপড় ব্যবসায়ী সমিতির সভাপতি আহসান হাবিব, সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ বাবু, নিহতের ছেলে বিকি লাল রংটা ও নিহতের মেয়ে পায়েল রংটা প্রমুখ। উল্লেখ্য, গত ১৯ ডিসেম্বর রাতে শহরের মাড়োয়ারি পট্টির বাসিন্দা ও কাপড় ব্যবসায়ী পায়েল বস্ত্রালয়ের মালিক কিষান লাল রংটা (৬০) ও তার স্ত্রী বেবি রংটা (৫৫) অন্যান্য রাতের মতো খাওয়া দাওয়া সেরে ঘুমিয়ে পড়ে।
×